ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনায় কলেজ অধ্যক্ষসহ আটক ১৭

প্রকাশিত: ০৭:২৬, ২৭ মে ২০১৮

পাবনায় কলেজ অধ্যক্ষসহ আটক ১৭

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৬ মে ॥ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের দায়ে সরকারী শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ ড. রেজাউল ইসলাম, অপর তিন কলেজ শিক্ষকসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। শনিবার পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, মোবাইল ডিভাইসসহ বিভিন্ন মাধ্যমে নকল করার দায়ে সরকারী শহীদ বুলবুল কলেজ কেন্দ্র থেকে অধ্যক্ষ ও দুই কলেজ শিক্ষকসহ ৮ জন, পাবনা জেলা স্কুল কেন্দ্র থেকে ২ জন, শহীদ ফজলুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জন, পাবনা ইসলামিয়া কলেজ কেন্দ্র থেকে ৩ জন ও পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, শনিবার পরীক্ষা চলাকালে গোপন মাধ্যমে পুলিশ জানতে পায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে শহরের সরকারী শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষের কক্ষ থেকে বিশেষ প্রক্রিয়ায় কতিপয় পরীক্ষার্থীর কাছে নকল সরবরাহ করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঐ কলেজের অধ্যক্ষের কক্ষে অভিযান চালায়। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ অধ্যক্ষের কক্ষ থেকে ৪ জনকে আটক করা হয়। এরা হলেন সরকারী শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ ড. রেজাউল ইসলাম, একই কলেজের শিক্ষক আব্দুল হক, জহুরুল কামাল ডিগ্রী কলেজের শিক্ষক শামিম হোসেন, আতাইকুলা-মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজের শিক্ষক ইকবাল হোসেন।
×