ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তবু জয় দিয়ে শেষ করতে চায় আবাহনী

প্রকাশিত: ০৬:৩৪, ১৬ মে ২০১৮

তবু জয় দিয়ে শেষ করতে চায় আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ মূলপর্বে যাওয়ার আশা শেষ হয়ে গেছে অনেক আগেই। তারপরও ‘শেষ ভাল যার, সব ভাল তার’... মূলমন্ত্র জপ করে আজ সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে নামবে ঢাকা আবাহনী লিমিটেড। এএফসি কাপের বাছাইপর্বে ‘ই’ গ্রুপে তারা আতিথ্য দেবে ভারতের জেএসডব্লিউ ব্যাঙ্গালুরু ফুটবল ক্লাবকে। আগের এ্যাওয়ে ম্যাচে গত ১৪ মার্চ ব্যাঙ্গালুরুর মাঠে ০-১ গোলে হেরেছিল ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী। এই আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১ জয়, ১ ড্র ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা। পক্ষান্তরে সমান খেলায় ৪ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্যাঙ্গালুরু। যদিও সমান ম্যাচে তাদের সমান পয়েন্ট মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবেরও। তবে গোল গড়ে এগিয়ে থাকায় মালদ্বীপের ক্লাবটিই আছে এক নম্বরে। একইদিনে গুয়াহাটিতে এই গ্রুপের অপর ও শেষ ম্যাচে রেডিয়েন্টকে আতিথ্য দেবে ভারতের আইজল এফসি। রেডিয়েন্ট-ব্যাঙ্গালুরুর মধ্যে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেটা নির্ধারিত হয়ে যাবে আজই। এএফসি কাপে এবার আর পাওয়ার কিছুই নেই আবাহনীর। এএফসি কাপে এটিই তাদের শেষ ম্যাচ। কিছু পাওয়ার না থাকলেও ঘরের মাঠে অন্তত হতাশা নিয়ে মাঠ ছাড়তে চায় না আকাশী-নীল শিবির। ভাল খেলার প্রত্যয় কোচ টিটু ও অধিনায়ক রায়হানের। এএফসি কাপের মূলপর্বে খেলার আশাটা কিছুদিন আগেও ছিল আবাহনীর। কিন্তু গত ম্যাচে রেডিয়েন্টের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ায় সেই স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। এখন আর স্বপ্ন দেখেও কোন ফায়দা নেই। তাছাড়া বাস্তবতাও বড়ই কঠিন। কেননা প্রতিপক্ষ অনেক শক্তিশালী। এর আগে এ্যাওয়ে ম্যাচে ব্যাঙ্গালুরুর কাছে হেরেছিল আবাহনী। তবে আজ যেহেতু নিজেদের মাটিতে খেলবে, কাজেই ভাল ফলের আশা করতেই পারে তারা। আজকের ম্যাচটা স্রেফ আনুষ্ঠানিকতা। তারপরও আশাবাদী আবাহনীর কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘যেখানে আমরা দাঁড়িয়ে, সেখানে ভাল কিছু করে দেখানো ছাড়া আমাদের আর কিছু করার নেই। আমাদের সুযোগ ছিল। কিন্তু মালদ্বীপের নিউ রেডিয়েন্টের কাছে ৫ গোল খেয়ে সে সুযোগ হারিয়েছি। এটা মেনে নেয়া কষ্টকর। এখনও আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। এখন মাঠে কিছু করে দেখানো ছাড়া কথা বলে কোন লাভ নেই। শেষ ম্যাচে আশাকরি ভাল কিছু করতে পারব।’ টিটু আরও বলেন, ‘ওই ম্যাচে আমাদের দুই বিদেশী খেলতে পারেনি। আগের ম্যাচে কার্ড সমস্যা এবং চোটের কারণে তিন ফুটবলার সানডে, এ্যালিসন এবং ফাহাদ খেলতে পারবে না এই ম্যাচেও। তাদের পরিবর্তে স্থানীয় ফুটবলার বাদশা ও জীবন খেলবে। আমরা সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব দেশের মাঠে ভাল করার।’ দলীয় অধিনায়ক রায়হান হাসান বলেন, ‘আগের ম্যাচটা আমাদের জন্য খুব খারাপ হয়েছে। তাদের বিপক্ষে আমরা দাঁড়াতেই পারিনি। ঘরের মাঠে ভাল কিছু করে দেখাতে চাই।’ এই ম্যাচ জিতলে পরবর্তী রাউন্ডে যাবার সম্ভাবনা থাকছে ব্যাঙ্গালুরুর। জয় চাইলেও দলটির কোচ আলবার্ট রোকা সমীহই করছেন আবাহনীকে, ‘তারা ভাল দল। কিন্তু আমাদের শেষ ম্যাচটা জয় দিয়েই শেষ করতে চাই।’ দলীয় অধিনায়ক রাহুল শংকর বিকিও আশাবাদী আবাহনীর বিপক্ষে ভাল কিছু করার। শেষ ম্যাচটা জয় দিয়েই শেষ করার প্রত্যাশা তারও। আবাহনীর বয়স ৪৬। সবধরনের ট্রফি জিতেছে তারা ৩৭ বার। এএফসি কাপে এ নিয়ে দু’বার অংশ নিয়েছে। গতবার গ্রুপপর্ব থেকেই বিদায়। কখনই দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি। পক্ষান্তরে ব্যাঙ্গালুরুর বয়স মাত্র ৫। তারপরও এর মধ্যেই জিতেছে ৪টি ট্রফি। ব্যাঙ্গালুরু এই আসরে ২০১৫-১৬ মৌসুমে রানার্সআপ হয়েছিল। এই সাফল্য তাদের আবাহনীর চেয়ে অনেকটাই এগিয়ে রাখছে। তবে মাঠের খেলায় অনেক অঘটন ঘটতেই পারে। আর আবাহনী সেই অঘটন আজ ঘটাতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।
×