ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কালবৈশাখীতে ভোলায় ঘর চাপা পড়ে শিশু ও গাজীপুরে দেয়াল চাপায় বৃদ্ধা নিহত

প্রকাশিত: ০৫:১৮, ৩০ এপ্রিল ২০১৮

কালবৈশাখীতে ভোলায়  ঘর চাপা পড়ে  শিশু ও গাজীপুরে দেয়াল চাপায় বৃদ্ধা নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ কালবৈশাখী ঝড়ে ভোলায় ঘর চাপা পড়ে লালিম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাজীপুরে দেয়াল চাপায় মারা গেছে সুরবালা মালো নামে এক বৃদ্ধা। ভোলা ॥ নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান ভোলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে লামিম (৫) নামে এক শিশু ঘর চাপা পড়ে নিহত হয়েছে। এছাড়াও বেশ কিছু কাচা ঘর বিধ্বস্ত ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার দুপুরে জেলার লালমোহন উপজেলার ধলিগোর নগর ইউনিয়নের কুমারখালি গ্রামে। লালমোহন থানার ওসি মীর খায়রুর কবির ও স্থানীয় সূত্র জানান, কয়েক দিন আগে ধলিগোর নগর ইউনিয়নের কুমারখালি গ্রামে আনছার আলীর পুত্র লামিম তার নানা বাড়ি বেড়াতে যায়। রবিবার হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের তা-বে ঘর বিধ্বস্ত হলে লামিম চাপা পড়ে। তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নেয় হয়। কিন্তু তার আগেই লামিমের মৃত্যু হয়। এছাড়া কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে ২০/২৫ কাচা ঘর বিধ্বস্ত হয় এবং বহু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। গাজীপুরে দেয়ালের নিচে চাপা পড়ে এক বৃদ্ধা নিহত ॥ স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, গাজীপুরের কালিয়াকৈরে রবিবার ঝড় ও বৃষ্টির কারণে ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছে। এসময় এক দম্পতি ও তাদের শিশু সন্তান আহত হয়েছে। নিহতের নাম সুরবালা মালো (৬০)। সে কালিয়াকৈর উপজেলার বোয়ালী গ্রামের মৃত দুখাই মালোর মেয়ে। বোয়ালী ইউনিয়ন পরিষদের সদস্য শুকেন্দ্র চন্দ্র কুমার বিনো ও এলাকাবাসী জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী গ্রামের সুরবালা রবিবার সকালে বৃষ্টির কারণে প্রতিবেশী বোয়ালী ইউনিয়ন পরিষদের সাবেক চৌকিদার মরণ বিশ্বাসের বাড়ি আশ্রয় নেয়। এ সময় ওই এলাকায় বৃষ্টিসহ ঝড় শুরু হয়। ঝড়বৃষ্টির একপর্যায়ে মরণ বিশ্বাসের মাটির ঘরের একপাশের দেয়াল হঠাৎ ভেঙ্গে যায়। ভেঙ্গে যাওয়া ওই দেয়ালের নিচে চাপা পড়ে সুরবালা মালো ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় মরণ বিশ্বাস, তার স্ত্রী মঙ্গলী বিশ্বাস ও তাদের শিশু সন্তান মনসা দেবী (২) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে শিশু মনসা দেবীর অবস্থা আশঙ্কাজনক বলে তার স্বজনরা জানিয়েছেন।
×