ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৭:০৫, ২৬ এপ্রিল ২০১৮

বিসিএস কর্নার

১। ২০১৬ সালের ম্যান বুকার পুরস্কার জিতেছেন কে? ক) হান কাঙ খ) ডেবোরা স্মিথ গ)ল্যাসলু ক্রাসনাহোরাকাই ঘ) ঝুম্পা লাহিড়ি ২। জি-৭ এর ৪২তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ক) যুক্তরাজ্য খ) যুক্তরাষ্ট্র গ) জাপান ঘ) রাশিয়া ৩। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে? ক. ১৯২১ খ. ১৯২৩ গ. ১৯৫৩ ঘ. ১৯৬৯ ৪। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস কবে? ক) ১৫ মে খ) ১৬ মে গ) ১৭ মে ঘ) ১৪ মে ৫। ‘পুনর্ভবা’ কোন নদীর উপনদী? ক. মহানন্দা খ. ভৈরব গ. মেঘনা ঘ. কর্ণফুলী ৬। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান— ক. সপ্তম খ. নবম গ.দশম ঘ. পঞ্চম ৭। জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ক) কানাডা খ) চীন গ) যুক্তরাজ্য ঘ) কোনটি নয় ৮। শিমন পেরেজ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? ক) সুইডেন খ) ইসরায়েল গ) অস্ট্রিয়া ঘ) ইউক্রেন ৯। ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর ট্রেন কোনটি? ক. এগার সিন্ধুর খ. জয়ন্তিকা গ. সিল্ক সিটি ঘ. লালমনি ১০। অজ্ঞাতনামা চলচ্চিত্রটির পরিচালক কে? ক) তৌকীর আহমেদ খ) তানভীর মোকাম্মেল গ) ফরিদুর রেজা সাগর ঘ) জাহিদ হাসান ১১। তিনজনের ডিএনএ থেকে শিশুর জন্ম দিয়েছেন কোন দেশের বিজ্ঞানীরা? ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) কানাডা ঘ) মেক্সিকো ১২। ইউনিয়ন পরিষদের সদস্যসংখ্যা কত? (চেয়ারম্যানসহ) ক. ১১ জন খ. ১২ জন গ. ১৩ জন ঘ. ১৫ জন। ১৩। তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে? ক) মাশরাফি খ) সাকিব গ) রাজ্জাক ঘ) ক ও খ ১৪।. হিমছড়ি কোন শহরের কাছে অবস্থিত? ক. চট্টগ্রাম খ. খুলনা গ. কক্সবাজার ঘ. সিলেট ১৫। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম ক. জিনজিরা খ. সোনাদিয়া গ. কুতুবদিয়া ঘ. নিঝুমদ্বীপ ১৬. আইপিএলের বর্তমান চ্যাম্পিয় কোন দল? ক) কলকাতা খ) ব্যাঙ্গা্লাের গ) হায়দরাবাদ ঘ) পুনে ১৭। বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় ১৯৭২ সালের ক. ১০ অক্টোবর খ. ১২ অক্টোবর গ. ১৪ ডিসেম্বর ঘ. ১৬ ডিসেম্বর। ১৮। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ পুনঃপ্রবর্তন করা হয় ক. ২০০৮ সালে খ. ২০০৭ সালে গ. ২০০৯ সালে ঘ. ২০১০ সালে। ১৯। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে সম্প্রতি বিশেষ সম্মাননা দেয়া হয়? ক) মালয়েশিয়ার খ) ভুটানের গ) ভারতের ঘ) কানাডার ২০। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন কোন দল? ক) বার্সেলোনা খ) অ্যাতলেতিকো মাদ্রিদ গ) রিয়াল মাদ্রিদ ঘ) সেভিয়া উত্তর: ১। ক, ২। গ, ৩। ক, ৪। গ, ৫। খ, ৬। ক, ৭। খ, ৮। খ, ৯। খ, ১০। ক, ১১। ক, ১২। গ, ১৩। খ, ১৪। গ, ১৫। ক, ১৬। গ, ১৭। খ, ১৮। গ, ১৯। ঘ, ২০। ক
×