ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধী বিচার

সাবেক পাকি ক্যাপ্টেন ও এনএসআই ডিজিকে জেলে পাঠানোর নির্দেশ

প্রকাশিত: ০৬:০২, ২৬ এপ্রিল ২০১৮

সাবেক পাকি ক্যাপ্টেন ও এনএসআই ডিজিকে জেলে পাঠানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ও পাকিস্তানী সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন ওয়াহিদুল হককে (৬৯) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ১০ মে দিন ধার্য করা হয়েছে। বিচারপতি আমির হোসেনের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ প্রদান করেছেন। ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। ওয়াহিদুল হক হলেন পাকিস্তানী সেনাবাহিনীর দ্বিতীয় কর্মকর্তা যিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে গেলেন। এর আগে কুমিল্লার আরেক পাকি ক্যাপ্টেন মুহাম্মদ শহীদুল্লাহকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। এর আগে ট্রাইব্যুনাল ২৪ এপ্রিল ওয়াহিদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই দিন গুলশান থানা পুলিশ তাকে বারিধারার একটি বাসা থেকে গ্রেফতার করে। প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল বলেন, আসামি ওয়াহিদুল হকের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। ১৯৬৬ সালের ১৬ অক্টোবর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে ১১ ক্যাভালরি রেজিমেন্ট কমিশন প্রাপ্ত হন। পরবর্তীতে ২৯ ক্যাভালরি রেজিমেন্টে যোগদান করেন। ১৯৭০ সালের মার্চে ২৯ ক্যাভালরি রেজিমেন্ট রংপুর সেনানিবাসে স্থানান্তরিত হন। রংপুরে অবস্থানকালে নিরীহ বাঙালীদের ক্যান্টনমেন্টে এনে হত্যা ও গণহত্যার ঘটনার সঙ্গে জড়িত তিনি।
×