ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুরে সেলাই মেশিন-হুইল চেয়ারসহ আর্থিক সহায়তা বিতরণ

প্রকাশিত: ২২:৩৪, ২৫ এপ্রিল ২০১৮

শেরপুরে সেলাই মেশিন-হুইল চেয়ারসহ আর্থিক সহায়তা বিতরণ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে সমাজকল্যাণ পরিষদের তহবিলের আওতায় দুঃস্থ ও অসহায়-দরিদ্রদের মাঝে ২ টি সেলাই মেশিন, ১টি হুইল চেয়ারসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সহায়তা তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নার কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে প্রতি বছর দরিদ্র-অসহায় ব্যক্তি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি/পরিবার, দূরারোগ্য ও জটিল আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তাসহ দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার ১২ জন দরিদ্র-অসহায় ব্যক্তির মাঝে ২ টি সেলাই মেশিন, ১টি হুইল চেয়ার ও নগদ অর্থসহ মোট ৩৮ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়।
×