ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার দাদা সাহেব ফালকে এ্যাওয়ার্ড পেলেন তাপস

প্রকাশিত: ০৭:৫৭, ২৩ এপ্রিল ২০১৮

এবার দাদা সাহেব  ফালকে এ্যাওয়ার্ড পেলেন তাপস

বিডিনিউজ ॥ প্রথম বাংলাদেশী সঙ্গীত পরিচালক হিসেবে ‘দাদা সাহেব ফালকে এক্সিলেন্সি এ্যাওয়ার্ড’ পেলেন কৌশিক হোসেন তাপস। ‘দাদা সাহেব ফালকে চলচ্চিত্রশিল্পে ভারতের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা। শনিবার রাতে মুম্বাইতে বর্ণাঢ্য এই আয়োজনে সম্মাননা গ্রহণ করেন তাপস। এবারই প্রথম কোন বাংলাদেশী সঙ্গীত পরিচালক ‘দাদা সাহেব ফালকে এক্সিলেন্সি এ্যাওয়ার্ড’ পেলেন। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় তাপস বলেন, প্রথম বাংলাদেশী সঙ্গীত পরিচালক হিসেবে এ এ্যাওয়ার্ড প্রাপ্তিতে সম্মানিত বোধ করছি। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ আমি, এ পুরস্কার আমার স্ত্রী ফারজানা মুন্নি এবং তিন সন্তানকে উৎসর্গ করছি। ভালবাসা জানাচ্ছি গানবাংলা ও উইন্ড অব চেঞ্জ পরিবারসহ দেশের সঙ্গীতসংশ্লিষ্ট প্রত্যেককে। বাংলাদেশী হিসেবে আমি গর্বিত। দাদা সাহেব ফালকের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনে ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ যারা এই এ্যাওয়ার্ড পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন- বলিউড অভিনেতা শহীদ কাপুর, রণবীর সিং, রানা দগ্গুবতি, কার্তিক আরিয়ান, অদিতি রাও, সিমি গারওয়াল, শিল্পী শেঠী, করণ জহর প্রমুখ।
×