ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাপবিদ্যুত কেন্দ্রে শ্রমিক নিয়োগ দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৫৫, ২২ এপ্রিল ২০১৮

তাপবিদ্যুত কেন্দ্রে  শ্রমিক নিয়োগ দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিদ্যুত উৎপাদন কাজে শ্রমিক নিয়োগের দাবিতে শনিবার বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের ৩য় ইউনিটের উন্নয়ন কাজের শ্রমিকদের বিদ্যুত উৎপাদন কাজে নিয়োগের দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়। বেলা সাড়ে ১১টায় বড়পুকুরিয়া কয়লাখনির ধাপেরহাট বাজার থেকে শুরু হওয়া শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল আন্দোলনকারীদের অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর অবস্থান ধর্মঘটে শ্রমিকরা অংশ নেন। আন্দোলন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ বলেন, তাপবিদ্যুত কেন্দ্রের নতুন ইউনিটে ৫০০ শ্রমিক কাজ করার কথা। সেখানে তারা জোর করে ৫০জনকে দিয়ে ৫০০ শ্রমিকের কাজ করাচ্ছেন ৭ মাস ধরে। আমরা দক্ষ শ্রমিক হওয়ার পরও আমাদেরকে নিয়োগ দেয়া হচ্ছে না। কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান বলেন, ৩য় ইউনিটে উন্নয়ন কাজে শ্রমিক নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন করার পরও কর্তৃপক্ষ কোন কর্ণপাত না করায় চরম আন্দোলনে যেতে আমরা বাধ্য হচ্ছি। অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন আন্দোলন পরিচালনা কমিটির নেতা মোঃ রফিকুল ইসলাম, মোঃ আরিফ, মোঃ জিন্না, মোঃ রবিউল ইসলাম, মোঃ নুর আলম, মোঃ বাবু, মোঃ রেজওয়ান ও মোঃ আইয়ুব আলী। বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের প্রজেক্ট ডিরেক্টর ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শামসুল হক জানান, পিডিবির উর্ধতন কর্তৃপক্ষ রয়েছে। তারা এ বিষয়টি দেখবেন। আমরা নামমাত্র দায়িত্বে রয়েছি। আন্দোলনরত শ্রমিকরা চীনা হারবিন কোম্পানিতে কর্মরত ছিল। তারা যে আন্দোলন করছে তার সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই।
×