ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খোকন ভূঁইয়া

ক্যানভাসে আমার দেশ ॥ বাপ্পী

প্রকাশিত: ০৬:৪১, ১৯ এপ্রিল ২০১৮

ক্যানভাসে আমার দেশ ॥ বাপ্পী

জীবনের সঙ্গে রঙের খেলা, কখনও জীবনকে রং দিয়ে ক্যানভাসে, কখনও জীবনের গল্প দিয়ে রঙিন পর্দায়। কথা হচ্ছিল চিত্রশিল্পী ও নাট্যনির্মাতা নাজমুল হক বাপ্পীর সঙ্গে। বাপ্পী পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, কৃতিতেৃ সঙ্গে প্রথম শ্রেণীতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন সরকারী বৃত্তি নিয়ে চীন থেকে। চিত্রশিল্পে তার বিচলনের ক্ষেত্র অনেক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অগণিত পুরস্কার ঘরে তুলেছেন নাজমুল হক বাপ্পী। দেশে ও বিদেশে বারোটি একক ও প্রায় ৬০টির মতো দলীয় প্রদর্শনীতে অংশ গ্রহণ করেছেন। কোরিয়া আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে তিনিই একমাত্র বাংলাদেশের আমন্ত্রিত অতিথি শিল্পী ছিলেন এবং বিশ্বের ১১টি দেশের মধ্যে তিনি এ্যাক্রিলিক মিডিয়ায় প্রথম পুরস্কার অর্জন করেন তিনি। সেই চিত্রশিল্পের বিষয়বস্তু ছিল বাংলাদেশের প্রকৃতি। তিনি বলেন আমি সব সময় দেশের ছবি আঁকি বিশ্বের যে প্রান্তেই থাকি না কেন আমার স্বপ্ন ক্যানভাস হচ্ছে আমার দেশ। চায়না ‘ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল’ ‘আর্ট এরিয়া চায়নাতেও তিনি পুরস্কার অর্জন করেন। তার চিত্রকর্ম বাংলাদেশসহ আমেরিকা, লন্ডন, কানাডা, ভিয়েতনাম, ইতালি, কোরিয়া, জাপান, চীন, রাশিয়া, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশে সংরক্ষিত আছে। চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পীর আরেকটি পরিচয় তিনি একজন নাট্য নির্মাতা ২০১৪ সালে একুশে টিভিতে প্রচারিত ঈদের বিশেষ নাটক ‘অসমাপ্ত’ নাটকের মধ্য দিয়ে বাপ্পীর নাটকপাড়ায় আবির্ভাব। তার পরিচালিত আকাশ মেঘে ঢাকা নাটকটি প্রচারের পর বেশ দশক জনপ্রিয়তা পায়। সম্প্রতি নাজমুল হক বাপ্পী তৌসিফ তানজিন তিশাকে নিয়ে নির্মাণ করেন অপেক্ষা নামের একটি নাটক। নাটকটি লিখেছেন তানিন রহমান। প্রযোজনা করেছেন সুমি আক্তার। নাটকটি প্রসঙ্গে বাপ্পী আনন্দকণ্ঠকে বলেন, অপেক্ষা নাটকটি একটু ভিন্ন ধাঁচের। ভালবাসা যেমন মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে তেমনি অনিয়ন্ত্রণও করতে পারে। একটি সম্পর্কের আসল বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি কাজের মাধ্যমে। দুষ্ট-মিষ্টি ভালবাসার একটা ফ্লেবার আছে নাটকটিতে। ভিন্ন ধারার গল্প এবং নির্মাণের বৈচিত্র্যতা আশা করছি দর্শকদের ভাল লাগবে। বেশকিছু প্রদর্শনীর জন্য ছবি আঁকায় ব্যস্ত সময় পার করছেন বাপ্পী। প্রাচ্যচিত্র শিল্পের ছন্দময়ী এই শিল্পী ইতোমধ্যেই প্রাচ্য শিল্পের নিজের অবস্থান নির্ণয় করেছেন। অর্জন করেছেন বেশকিছু পুরস্কার। তিনি দেশীয় প্রাচ্যশিল্পকে নিজের দক্ষতা ও চর্চার মাধ্যমে এক অনন্য বৈশিষ্ট্য দান করে চলেছেন। শিল্পী বাপ্পী প্রায় প্রতিদিনেই ছবি আঁকেন। সব কিছুর উর্ধে তার ছবি আঁকা। সমসাময়িক পর্বে তিনি নাটক নির্মাণ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। আসন্ন ঈদ নাটকের প্রস্তুতি নিচ্ছেন। পর্দার সামনে অভিনয়ের ইচ্ছে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না আমি পর্দার পেছনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। পরিচালক হিসেবে আপনার কাজের কৌশল কেমন? এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি পরিচালকের আলাদা আলাদা কৌশল থাকে আমারও আছে। আমি সব সময় সৃজনশীল কিছু করার চেষ্টা করি। নাটক নির্মাণের আগে দর্শক গ্রহণযোগ্যতার বিষয়টি কি ভাবে চিন্তা করেন? একটি ভাল গল্প নির্ধারণ করা। গল্প ভাল হলে দর্শক সেটাকে ভালভাবে গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। বাপ্পী নাটকের জন্য নিজেও গল্প লিখছেন। ছবি আঁকা, গল্প লেখা, নাটক নির্মাণ একই সঙ্গে তিনি সব কিছুকে কীভাবে ম্যানেজ করেন জানতে চাইলে তিনি বলেন- আমার কাছে সব ধরনের ক্রিয়েটিভ কাজের মধ্যে একটা মিল রয়েছে। আমার খুব সমস্যা হয় না। বরং সময়টাকে সুন্দরমতো কাজে লাগানো। নির্মাতা বাপ্পীর নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে ‘ভালবাসি আজও’ ‘আকাশ মেঘে ঢাকা’ ও ‘বোকারাই প্রেমে পড়ে।’
×