ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রেন দুর্ঘটনা

টঙ্গী স্টেশনে তদন্ত টিম

প্রকাশিত: ০৫:৩৩, ১৭ এপ্রিল ২০১৮

টঙ্গী স্টেশনে তদন্ত টিম

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৬ এপ্রিল ॥ রবিবার টঙ্গীতে ট্রেন লাইনচ্যুতির ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিম সোমবার বিকেল চারটার দিকে টঙ্গী রেল স্টেশনে এসে তাদের তদন্ত কাজ শুরু করেছেন। এই তদন্ত টিম আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে তাদের তদন্ত রিপোর্ট জমা দেবেন। দুর্ঘটনার দিন বাংলাদেশ রেলওয়ের পূর্ব চীফ ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে কর্তৃপক্ষ। টঙ্গী রেল স্টেশনে তদন্ত কাজে আসা টিমের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের সচিব মোঃ মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ করা যেতে পারে, রবিবার দুপুরে টঙ্গী রেল স্টেশনের দক্ষিণ পাশে ঢাকাগামী জামালপুর কমিউটার যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হলে ৪ জন নিহত এবং ৪০ জন আহত হয়। তদন্ত টিম টঙ্গী রেল স্টেশনের রিলে রুম, সুইচ রুম এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রেলপথ সচিব মোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, আহত ও নিহতদের রেল আইন মোতাবেক মানবিক দিক বিবেচনা করে নিহতদের ১০ হাজার টাকা করে চার জনকে ৪০ হাজার টাকা দেয়া হয়েছে। রবিবার রেলমন্ত্রী মুজিবুল হক দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত প্রতিটি রেলযাত্রীর হতাহতের ঘটনায় রেলের পক্ষ থেকে যে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেয়া হয়েছে সে মোতাবেক রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, এ বিষয়ে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে ৫ সদস্যের এবং জোনাল পর্যায়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন রেলের উপসচিব নুরে আলম সিদ্দিকী, এডিজি অপারেশন মিয়াজান, ডিএসটিই চন্দন কান্তি দাশ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী তানভিরুল ইসলাম, অতিরিক্ত সিডিপিএস সুজিত কুমার বিশ্বাস, ডিটিও ঢাকা মাহবুবুর রহমান ও তুষার কান্তি প্রমুখ। এদিকে দুর্ঘটনার তদন্তে আসা সদস্যরা জনকণ্ঠকে জানান, কি কারণে এবং কার গাফিলতিতে রেলের এ দুর্ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ রিপোর্ট তিন দিনের মধ্যে জমা দেয়ার চেষ্টা করব। তারা আরও বলেন, দুর্ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীদেরও বক্তব্য নেয়া হবে।
×