ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

প্রকাশিত: ০৬:১৫, ১০ এপ্রিল ২০১৮

মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে খ্রীষ্টান ধর্মে ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যার অন্যতম আসামি জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধী (২৫) ও গোলাম রব্বানীকে (২২) কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। সোমবার দুপুর দেড়টায় ভারপ্রাপ্ত বিজ্ঞ জেলা ও দায়রা জজ তারেক আহসানের আদালতে বিস্ফোরক মামলায় এ দুজনকে হাজির করা হয়। আসামিদ্বয়ের পক্ষে কোন আইনজীবী সহায়তা না করায় কুড়িগ্রাম আইনী সহায়তা কেন্দ্র থেকে আসামি জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধীর পক্ষে নিয়োজিত আইনজীবী এ্যাডভোকেট হুমায়ুন কবির সাক্ষ্যগ্রহণ করেন। গতকাল বাদী পক্ষের সাক্ষ্য নেয়া হয়। নিহত মুক্তিযোদ্ধা হোসেন আলীর পুত্র রাহুল আমিন আজাদ বাদী হিসেবে সাক্ষ্য দেন। তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট হুমায়ুন কবির। বিচারক আগামী ১৫ মে পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য করেন।
×