ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাড়ি ফিরলেন শোয়ার্জনেগার

প্রকাশিত: ০৪:১৬, ৮ এপ্রিল ২০১৮

বাড়ি ফিরলেন শোয়ার্জনেগার

হলিউডের জনপ্রিয় এ্যাকশন অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। একটি রুটিন অপারেশনের পর তার হৃদযন্ত্রে জটিলতা দেখা দিলে ওপেন হার্ট সার্জারি করা হয়। অস্ত্রোপচারটি সফল হয়েছে এবং তিনি সুস্থ আছেন। আর্নল্ডের মুখপাত্র ড্যানিয়েল কেচশেল শুক্রবার টুইটারে বলেন, ‘শোয়ার্জনেগার বাড়ি ফিরে গেছেন’। এর আগে ১৯৯৭ সালেও তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। -এএফপি দেখানো হবে ব্ল্যাক প্যানথার সৌদি আরবে প্রথম সিনেমা প্রদর্শিত হবে মারভেলের সুপারহিরো ‘ব্ল্যাক প্যানথার’। সাড়ে তিন দশক পর সৌদির মানুষ আবার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে শুরু করবেন। রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল এলাকায় গানের কনসার্টের জন্য বানানো একটি হলে এই সিনেমা প্রদর্শন হবে। আসন থাকবে ৫০০টি। সৌদির মানুষ সর্বশেষ সিনেমা দেখেছিল ১৯৭০ সালে। সে সময় কট্টরপন্থী ধর্মীয় নেতাদের চাপে সিনেমা হলগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। -বিবিসি
×