ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলীপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তোলা হচ্ছে স্থাপনা

প্রকাশিত: ০৬:২৪, ৩ এপ্রিল ২০১৮

আলীপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তোলা হচ্ছে স্থাপনা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২ এপ্রিল ॥ উপজেলার আলীপুর মৎস্য বন্দরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থাপনা তোলার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, লতাচাপলী মৌজার এসএ ২৪২ নম্বর খতিয়ানের এক একর ৩৩ শতক জমির ক্রয়সূত্রে মালিক এবিএম সাইদুল হক। তার অসুস্থতার কারণে এই জমি দেখাশোনার জন্য আমমোক্তার হিসেবে দায়িত্বে রয়েছেন আলীপুর বন্দরের মৃত আজিজ জোমাদ্দারের ছেলে জামাল। এই জমি নিয়ে বিরোধের কারণে জামাল হোসেন পটুয়াখালী ১ম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন ( দেং মোং নং ২৬১/২০১৭)। আদালত বাদীপক্ষের প্রার্থনা মোতাবেক তফসিল বর্ণিত ভূমিতে বিবাদী ইউনুস আকনসহ সকলকে জোরপূর্বক বেআইনীভাবে অনুপ্রবেশ করতে কিংবা মাটি কাটতে, আকার পরিবর্তন করতে এবং শান্তিপূর্ণ ভোগদখলে কোন প্রকার বিঘœ সৃষ্টি করতে না পারে সে বিষয়ে ২৬ এপ্রিল পর্যন্ত বিবাদীপক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। বাদী জামাল হোসেন আদালতের আদেশের প্রেক্ষিতে ভূমি রক্ষায় মহিপুর থানার ওসির কাছে লিখিত আবেদন পর্যন্ত দিয়েছেন। কিন্তু বিবাদী পক্ষ কখনও দিনে আবার কখনও রাতের আধারে স্থাপনা তুলতে থাকে।
×