ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:১৪, ৩০ মার্চ ২০১৮

 নতুন গবেষণা

স্পটমিনি রোবট শখের বশে পোষা প্রাণী নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয় অনেকেই। এবার কুকুরের আদলে তৈরি ‘স্পটমিনি’ রোবট নিয়ে অ্যামাজনের ‘মার্স’ সম্মেলনে উপস্থিত হন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেফ বেজোস। বোস্টন ডায়নামিকসের তৈরি চার পায়ের রোবটটি হাঁটার পাশাপাশি লাফও দিতে পারে। চাইলে দরজা খুলে কক্ষেও প্রবেশ করতে পারে। সূত্র : ডেইলি মিরর মাছের মতো রোবট পানির ৫০ ফুট গভীরেও দিব্যি চলতে পারে ‘সোফি’। মাছের আদলে তৈরি রোবটটি আশপাশের ছবিও তুলতে পারে। আকারে ছোট রোবটটি একটানা ৪০ মিনিট পানির নিচে থাকতে পারে। সমুদ্রের নিচে থাকা দুর্গম স্থান সম্পর্কে গবেষণা করতে রোবটটি তৈরি করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটির) গবেষকরা। এরই মধ্যে ফিজির সমুদ্রের তলদেশে পরীক্ষামূলকভাবে কাজও শুরু করেছে। ঘরেই মহাকাশযান! ভিডিও বা সিনেমায় মহাকাশ অভিযান দেখে রোমাঞ্চিত হয় অনেকেই। এবার চোখের সামনেই মঙ্গলযাত্রার ব্যবহৃত বিভিন্ন মহাকাশযান দেখার সুযোগ দিতে অগমেন্টেড রিয়ালিটি (এআর) প্রযুক্তির এ্যাপ উন্মুক্ত করেছে নাসা। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ব্যবহার উপযোগী ‘স্পেসক্র্যাফট এআর’ এ্যাপটি চালু করলেই ঘরের ভেতর মহাকাশযানের ত্রিমাত্রিক ছবি ফুটে উঠবে। বাহনটিকে বিভিন্ন এ্যাঙ্গেলে ঘোরানোর পাশাপাশি চাইলে মঙ্গলগ্রহের বিভিন্ন অভিযান সম্পর্কেও ধারণা মিলবে। ফলে ঘরে বসেই মহাকাশযানের কার্যক্রমের খুঁটিনাটি তথ্য জানা যাবে। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ‘এআরকোর’নির্ভর এ্যাপটি যৌথভাবে তৈরি করেছে গুগল ও নাসা। আগামীতে আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসেও এ্যাপটি ব্যবহার করা যাবে।
×