ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন মুন্সীগঞ্জের দুই যুবক

প্রকাশিত: ০৫:৫৩, ১৫ মার্চ ২০১৮

কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন মুন্সীগঞ্জের দুই যুবক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় বেঁচে গেলেন মুন্সীগঞ্জের দুই যুবক। দুই যুবকই আশঙ্কামুক্ত রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের বান্দেগাঁও গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে মোঃ শাহীন বেপারি নেপালের ত্রিভুবনে বিধ্বস্ত বিমানের যাত্রী ছিলেন। বর্তমানে শাহীন বেপারি কাঠমান্ডু মেডিক্যাল কলেজে সার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। শাহীনের ছোট ভাই চঞ্চল বেপারি ইতোমধ্যে বড় ভাইকে দেখতে নেপালে পৌঁছেছেন। এসব তথ্য দিয়ে বাংলাদেশ শান্তি সংঘের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাকীব জানান শাহীন বেপারি সকলের কাছে দোয়া চেয়েছেন। শাহীন স্ত্রী কন্যা নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাস করত। এছাড়া বিমানের অপর যাত্রী টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামের ইউনুছ বেপারির ছেলে ইয়াকুব আলী রিপনও বেঁচে গেছেন। বর্তমানে তিনি নেপালের কাঠমান্ডুর নবলিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিপনের ছোট ভাই টিপু জানান, মঙ্গলবার আমার ছোট ভাই দীপু বেপারি সরকারী প্রতিনিধি দলের সঙ্গে নেপাল গেছেন। ৬ ভাইবোনের মধ্যে রিপন সবার বড়। কসমেটিক্স ব্যবসায়ী রিপন স্ত্রী ও কন্যাসহ ঢাকার মোহাম্মদপুরের আদাবরে বসবাস করত। টিপু তার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
×