ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তবু নিষেধাজ্ঞার শঙ্কায় রাবাদা

প্রকাশিত: ০৬:৫৪, ১১ মার্চ ২০১৮

তবু নিষেধাজ্ঞার শঙ্কায় রাবাদা

স্পোর্টস রিপোর্টার ॥ পারফর্মেন্স বিবেচনায় আনলে তিনিই দক্ষিণ আফ্রিকাকে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করেছেন সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে। ডারবানে প্রথম টেস্টে অসিদের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু কাগিসো রাবাদা নিয়েছেন ৪ উইকেট। চলমান পোর্ট এলিজাবেথ টেস্টে এখন পর্যন্ত তিনিই প্রোটিয়াদের মধ্যে উজ্জ্বলতম। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে শুধু ৫ উইকেটই তুলে নেননি, নাইটওয়াচম্যান হিসেবে নেমে ২৯ রান উপহার দিয়েছেন। এরপরও রাবাদাকে ছাড়াই সিরিজের বাকি দুই টেস্টে নামতে হতে পারে দক্ষিণ আফ্রিকাকে। কারণ আইসিসির কাছে অভিযোগ আছে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকে তিনি গালিগালাজ করার পাশাপাশি শরীরে ধাক্কাও দিয়েছেন। লেভেল-২ পর্যায়ের এই অভিযোগ কাটাতে না পারলে আইসিসি তাকে চলতি সিরিজের বাকি ম্যাচে নিষিদ্ধ করবে। রাবাদার নামের পাশে ইতোমধ্যেই ৪টি ডিমেরিট পয়েন্ট রয়েছে। স্মিথের বিরুদ্ধে তার আচরণগত যে অভিযোগ উঠেছে তা প্রমাণ হলে নিষিদ্ধ হওয়ার জন্য ৫ ডিমেরিট পয়েন্টের সীমা অতিক্রম হয়ে যাবে। গত মাসে সেন্ট জর্জেস পার্কে ওয়ানডে সিরিজে ভারতের শিখর ধাওয়ানকে আউট করার পর বিরূপ মন্তব্য করে ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন এ পেসার। আর এবার তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা এবং শারীরিক আঘাত হানার অভিযোগ। আইসিসির নীতিমালা অনুসারে বিরূপ মন্তব্যের জন্য ১ এবং শারীরিক আঘাতের জন্য ৩ ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। এখন তিনি লেভেল-২ অপরাধে দোষী সাব্যস্ত হলে সবমিলিয়ে ৮ ডিমেরিট পয়েন্টের মালিক হয়ে যাবেন। ফলে নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি সিরিজের বাকি দুই টেস্ট খেলতে পারবেন না। কারণ দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার জন্য এটাই যথেষ্ট হবে। ঘটনাটি চলমান পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথমদিনে। শুক্রবার শুরু হওয়া টেস্টের প্রথমদিনেই ভয়ঙ্কর রাবাদা অস্ট্রেলিয়ার ইনিংসে ধ্বংসযজ্ঞ চালান মধ্যাহ্ন বিরতির পর থেকে। তিনি ৫ উইকেট তুলে নেন। মাঠে দায়িত্বরত দুই আম্পায়ার ক্রিস গ্যাফানি ও কুমার ধর্মসেনা দিনশেষে তাদের রিপোর্টে রাবাদার বিপক্ষে স্মিথকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ করেন। যদিও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) দাবি করেছে ব্যাপারটি ছিল নিছকই দুর্ঘটনা এবং রাবাদার বিরুদ্ধে ওঠা অভিযোগ কাটাতে লড়বে তারা। ম্যাচ রেফারি জেফ ক্রো দ্বিতীয় কিংবা তৃতীয়দিন শেষে শুনানির আয়োজন করবেন। রাবাদার রিভার্স সুইংয়ে পরাস্ত হন স্মিথ এবং তা প্যাডে লাগে। ধর্মসেনা তার আবেদনে সাড়া দিয়ে আউট ঘোষণা করেন স্মিথকে। ওই সময় উদযাপন করতে করতে রাবাদা বিরূপ মন্তব্য ছুড়ে দেন স্মিথের দিকে এবং তিনি সাজঘরের দিকে যাওয়ার সময় রাবাদা কাঁধ দিয়ে ধাক্কা দেন।
×