ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ১০ ॥ আহত ৯৬

প্রকাশিত: ০৫:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ১০ ॥ আহত ৯৬

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নারীসহ ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৯৬ জন। নিহতদের মধ্যে গোপালগঞ্জে চারজন, মীরসরাইয়ে দুইজন, বাঁশখালীতে একজন, টাঙ্গাইলে অটোরিক্সা যাত্রী, সাতক্ষীরায় ব্যবসায়ী ও বগুড়ায় একজন নিহত হয়েছে। মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।- খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা জানা গেছে, গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাগেরহাট জেলা মহিলা পরিষদ সভানেত্রী শিল্পী সমাদ্দারসহ ৪ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। অন্য নিহতরা হলেন, ইট-বালু ব্যবসায়ী কাশিয়ানী উপজেলার বুধপাশা গ্রামের রুলু মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৫০), একই গ্রামের বরকত তালুকদারের ছেলে ট্রাকের হেলপার সোহাগ তালুকদার (১৮) ও রাতইল গ্রামের নজরুল মোল্লার ছেলে বাসের হেলপার নয়ন মোল্লা (২৫)। স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় বাস ও ট্রাক উভয়ই রাস্তার মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে। এতে ট্রাকের হেলপারসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত কয়েকজন বাসযাত্রীকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। পরে সেখান থেকে শিল্পী সমাদ্দারসহ আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথে শিল্পী সমাদ্দারসহ ২ জনের মৃত্যু ঘটে। মীরসরাই, চট্টগ্রাম ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের ছোট কমলদহ এলাকায় সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছে। বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাণীগ্রাম ব্রাহ্মণপাড়া টেক এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। টাঙ্গাইল ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া ভাতকুড়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার একজন যাত্রী নিহত হয়েছে। সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় ট্রাক চাপায় রবিউল ইসলাম নামে এক হলুদ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল তিনটার সময় সদরের আলিপুর চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম সদর উপজেলার নেবাখালি গ্রামের এরশাদুল হকের ছেলে। নওগাঁ ॥ নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়ে অন্তত ৪০ জন আহত হয়েছে। কেশবপুর ॥ যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর আলতাপোল তেইশ মাইল নামক স্থানে মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছে।
×