ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাস শ্রমিকদের জামিন না দেয়ায় সড়ক অবরোধ

প্রকাশিত: ২২:৪৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

বাস শ্রমিকদের জামিন না দেয়ায় সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত বাস শ্রমিকদের জামিন না হওয়ায় রাজশাহীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার দুপুরে রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এসময় সব রুটের বাস চলাচলও বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কামাল হোসেন রবি জানান, এক সপ্তাহ আগে ভ্রাম্যমাণ আদালত তাদের পাঁচ শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে কারাদ- দেন। সোমবার সকালে আদালতে তাদের জামিন আবেদন করা হয়। দুপুরে শুনানি শেষে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন। এ খবর জানাজানি হলে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও তিনি নিজে গিয়ে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার করান। অবরোধের কারণে সব রুটে প্রায় ২০ মিনিট বাস চলাচল বন্ধ ছিল বলেও জানান শ্রমিক নেতা রবি।
×