ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার জামিনের মেয়াদ ১৫ দিন বাড়ল

প্রকাশিত: ১৯:০৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

খালেদার জামিনের মেয়াদ ১৫ দিন বাড়ল

স্টাফ রির্পোটার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৫ দিন বাড়িয়েছে আদালত। খালেদা জিয়ার স্থায়ী জামিন আবেদনের শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এই আদেশ দেন। এর আগে সোমবার সোয়া ১১টায় জামিন শুনানি শুরু হয়। শুনানি শেষে বিচারক আগামী ১৩ ও ১৪ মার্চ মামলার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন। এদিন খালেদা জিয়াকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। গতকাল রবিবার এ মামলার তারিখ থাকলেও আইনজীবীরা সময় আবেদন করায় সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করে আদালত। একইসঙ্গে এ মামলার যুক্তিতর্ক মুলতবি করা হয়। গত ১ ফেব্রুয়ারি আইনজীবী আমিনুল ইসলামের যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরবর্তী দিন ঠিক করে দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। মামলার নথি থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন ( দুদক)। পরে ২০১২ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এ মামলায় খালেদা জিয়া ছাড়াও তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। তাদের মধ্যে হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক আছেন।
×