ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় জলমহাল নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ০২:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০১৮

নেত্রকোনায় জলমহাল নিয়ে সংঘর্ষে আহত ২০

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার খালিয়াজুরি উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামে বেকির বিল জলমহাল দলখকে কেন্দ্র করে বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হন। গুরুতর আহত জামাল মিয়া, সাবান আলী, আবু বক্কর, নোমান মিয়া, মামুন, মজত আলী, মঙ্গল মিয়া, মুশফিকুর, সাবান মিয়া, মঞ্জিল মিয়া, মুখলেছ মিয়া ও বুলবুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড ফাঁকাগুলি ছুঁড়ে। জানা গেছে, খালিয়াজুরি উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সাথে পাঁচহাট গ্রামের বেকির বিল জলাশয় নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পাঁচহাট গ্রামের আবদুল মোমিন তালুকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার দুপুরে চেয়ারম্যানের লোকজন জলাশয়ে মাছ ধরতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হন। খালিয়াজুরি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১১ রাউন্ড ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খালিয়াজুরি থানার ওসি হযরত আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনো পক্ষ থানায় মামলা করেনি।
×