ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের ভাল প্রস্তুতি থাকা দরকার

প্রকাশিত: ০৪:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের ভাল প্রস্তুতি থাকা দরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বল্পোন্নত দেশ থেকে টেকসই উত্তরণের জন্য বাংলাদেশ সরকারের অত্যন্ত ভাল প্রস্তুতি থাকা দরকার। কারণ, স্বল্পোন্নত দেশ হিসেবে বিশ্ব বাণিজ্যে যেসব সুযোগ পাচ্ছে বাংলাদেশ, তা আর পাওয়া যাবে না। শনিবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও টেকসই উন্নয়ন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনারে সুশীল সমাজ প্রতিনিধিরা এ মন্তব্য করেছেন। তারা বলেছেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন খাতে বিদ্যমান বৈষম্য দূর করতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। ইক্যুইটিবিডি এবং এলডিসি ওয়াচের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলিকুজ্জমান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের (জিইডি) সদস্য উর্ধতন সচিব ড. শামসুল আলম। আরও বক্তব্য রাখেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, ডাব্লিউটিও সেলের পরিচালক ও যুগ্ন-সচিব হাফিজুর রহমান, এলডিসি ওয়াচের আন্তর্জাতিক সমন্বয়কারী নেপালের গৌরি প্রধান। সেমিনারে মূলবক্তব্য উপস্থাপন করেন কোস্ট ট্রাস্টের উপ-পরিচালক সৈয়দ আমিনুল হক।
×