ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিজ নিশ্চিত করতে চায় ভারত

প্রকাশিত: ০৭:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০১৮

সিরিজ নিশ্চিত করতে চায় ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা ঘরের মাটিতে এমন কঠিন পরিস্থিতিতে পড়বে প্রতিপক্ষও হয়তো সেটি ভাবেনি। টানা তিন জয়ে ছয় ওয়ানডের দ্বৈরথে ৩-০তে এগিয়ে গেছে বিরাট কোহলির দল। আজও সেই ধারা অব্যাবত রেখে সিরিজ নিশ্চিত করতে চায় অতিথিরা। সফরে প্রথম দুই টেস্টে হারের পর থেকে কোহলিদের জয়রথ ছুটছেই। দ্বিতীয় টেস্টের পর টানা তিন ওয়ানডেতে ৬, ৯ উইকেট ও ১২৪ রানের সাফল্যের পথে কার্যত প্রোটিয়াদের বেসামাল করে তুলেছে কোহলিবাহিনী। সিরিজে টিকে থাকতে চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে আজ জিততেই হবে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিসের অনুপস্থিতিতে এটি হতে পারে প্রোটিয়াদের উজ্জীবিত হওয়ার উপলক্ষ! জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্সে খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়। টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারের ক্ষত নিয়ে ওয়ানডে শুরু করে ভারত। সেখানে প্রথম ম্যাচ থেকেই দক্ষিণ আফ্রিকার ওপর আধিপত্য বিস্তার করে টিম-ইন্ডিয়া। সামনে থেকে দলকে নেতৃত্ব দেন অধিনায়ক কোহলি। সিরিজের প্রথম ম্যাচে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে ৬ উইকেটের জয় এনে দেন কোহলি। পরের ম্যাচে জ্বলে ওঠেন ভারতের বোলাররা। দুই স্পিনার যুবেন্দ্র চাহালের ৫ ও কুলদীপ যাদবের ৩ উইকেট শিকারে মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দেশের মাটিতে এটিই প্রোটিয়াদের সর্বনিম্ন রানের লজ্জা। ৯ উইকেটের আয়েশী জয়ে ডাবল-লিড নেয় ভারত। তৃতীয় ম্যাচে কোহলির সেঞ্চুরির পর চাহাল-কুলদীপের স্পিন বিষ ভারতকে ১২৪ রানের বড় সাফল্যের স্বাদ দেয়। আজ জিতলেই সিরিজ পকেটে পুরবে সুপার কোহলিবাহিনী। ‘জয়ের ধারায় থাকতে পারাটা অনেক বড় কিছু। আমরা তাই করেছি। টানা তিন ম্যাচেই জিততে পেরেছি। জোহানেসবার্গেই সিরিজ নিশ্চিত করতে চাই।’ বলেন টপঅর্ডার ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে।
×