ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু বাস্তবায়নে শেখ হাসিনাই মূল শক্তি’

প্রকাশিত: ০৫:০৩, ২৯ জানুয়ারি ২০১৮

পদ্মা সেতু বাস্তবায়নে শেখ হাসিনাই  মূল শক্তি’

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না। বিএনপি এখন ঘরে বসে মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে। বিএনপির মিথ্যাচার তাদের ক্ষমতায় আনবে না। বিএনপিকে নিয়ে চিন্তার কিছু নেই। মানুষ উন্নয়নের দল আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে। আওয়ামী লীগই দেশের একমাত্র গণতান্ত্রিক দল এবং এই দলের হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে। কুচক্রী মহলের সব ষড়যন্ত্র বিষয়ে আওয়ামী লীগের প্রত্যেক কর্মীর সজাগ থাকতে হবে। আওয়ামী লীগই ক্ষমতায় আসবে, তা কেউ আটকে রাখতে পারবে না। মন্ত্রী বলেন, ধনের শীষ পেটে বিষ, কেউ বলে সাপের বিষ। তিনি সরকারের নানা উন্নয়ন তুলে প্রশ্ন করে বলেন, বিএনপির প্রার্থীদের কেন ভোট দেবে। তারা এমন কি কাজ করেছেন, যার জন্য ভোট দিতে হবে? রবিবার বিকেলে মুন্সীগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু বাস্তবায়নে শেখ হাসিনাই মূল শক্তি। শেখ হাসিনার হাত দিয়েই পদ্মা সেতুর কাজ শেষ হবে। পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেল ১৪ পিয়ারের নক্সা চূড়ান্ত করেছেন। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর কাজ। ইতোমধ্যে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান আজ (রবিবার) বসানো হয়েছে। মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য মোঃ মোজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য মুকুল বোস, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় কার্যকরী সদস্য রিয়াজুল কায়সার, গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তারউজ্জামান, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ-সভাপতি নূরুল আলম চৌধুরী, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, লৌহজং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি তালুকদার ও সাধারণ সম্পাদক রশিদ শিকদার, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভূতু, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ। ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা বিচার নিয়ে কোন আপোস করি না। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। আ’ লীগের অনেক মন্ত্রী-এমপি বিচারের মুখোমুখি আছে। যেই অপরাধ করবে সে শাস্তি ভোগ করবে। বিএনপির সময় এমনটা হয়নি। আগুন, বোমা নিয়ে সন্ত্রাস নিয়ে কেউ এদেশে ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি গত নয় বছরেও আন্দোলন জমাতে পারেনি ওরা আর পারবেও না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শুধু নৌকার জন্য ভোট চাইতে হবে। প্রার্থী নৌকা। নেত্রী যাকে নৌকা দেবেন, তাকে নিয়েই কাজ করার জন্য নেতা কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, এখন ভোট চাইতে হবে শুধু নৌকার জন্য। তিনি বলেন, তিন মাস অন্তর অন্তর নেত্রীর কাছে রিপোর্ট যায় কার জনপ্রিয়তা কেমন, এই রিপোর্ট দেখেই মনোনয়ন দেয়া হবে। তিনি পোলিং এজেন্ট রেডি করার নির্দেশ দিয়ে বলেন, তালিকা তৈরির পর কেন্দ্র থেকে লোক পাঠিয়ে ট্রেনিং দেয়া হবে। একই সঙ্গে ভোট কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।
×