ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে সরকার সুপার মার্কেট দখল নিয়ে উত্তেজনা

প্রকাশিত: ০৬:২৭, ২৮ জানুয়ারি ২০১৮

রংপুরে সরকার সুপার মার্কেট দখল নিয়ে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৭ জানুয়ারি ॥ রংপুর মহানগর শাখা আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার সুপার মার্কেট দখলের অভিযোগ তুলেছেন দেওয়ানবাড়ি ব্যবসায়ী ও জুয়েলার্স সমিতির নেতারা। শনিবার রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন । তারা বলেন, ক্ষমতার অপব্যবহার করে মহানগর শাখার সভাপতি সাফিয়ার রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-লের নেতৃত্বে মার্কেটটি দখল করা হয়েছে। এখন সেখানে টাঙ্গানো হয়েছে বঙ্গবন্ধুর ছবি দিয়ে মহানগর শাখা আওয়ামী লীগের ব্যানার। এতে তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংবাদ সম্মেলনে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্যবসায়ী নেতার বলেছেন, এ সময়ের মধ্যে দখল ছেড়ে দেয়া না হলে রংপুরের সকল স্তরের ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবে তারা। নগরীর বেতপট্টি এলাকায় দখল হওয়া সরকার সুপার মার্কেটের মালিক রুবেল হোসেন জানান, এই মার্কেটে আইএফআইসি ব্যাংকের একটি শাখাসহ বেশ কয়েকটি দোকান রয়েছে। মার্কেটের সামনে মহানগর শাখা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে একটি ব্যানার টাঙ্গানো হয়েছে। সেখানকার ব্যবসায়ীদের অভিযোগ, গত ৪ জানুয়ারি সরকার সুপার মার্কেটটির সামনে আওয়ামী লীগ মহানগর শাখা লেখা সম্বলিত ব্যানারটি টাঙ্গানো হয়েছে। তৃতীয় তলার মূল ফটকে লাগানো হয়েছে তালা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, রংপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলতাফ হোসেন। উপস্থিত ছিলেন, দেওয়ানবাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি জুলফিকার হাদিস খান ভুট্টো, জুয়েলার্স সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাজু প্রমুখ।
×