ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সাকিব আহত হয়ে মাঠের বাইরে

প্রকাশিত: ২৩:৩২, ২৭ জানুয়ারি ২০১৮

সাকিব আহত হয়ে মাঠের বাইরে

অনলাইন রিপোর্টার ॥ ত্রিদেশীয় সিরিজের আজকের খেলায় বলাররা দারুন ভাবে ম্যাচে নিয় আসে বাংলাদেশকে। শ্রীলঙ্কাকে ২২১ রানে অলআউট করে দেয়। কিন্তু এর মধ্যে হঠাৎ করে আহত হয়ে মাঠ ছাড়তে হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে। প্রথম তিন ম্যাচে দারুণ খেলেছে সাকিব। আজ ফাইনাল ম্যাচ। অথচ সাকিব ব্যাটিং করতে পারবে কি না তা নিশ্চিত নয়। খেলার ৪২তম ওভারের সময় বল করছিলেন মোস্তাফিজুর রহমান। প্রথম বলেই দিনেশ চান্দিমাল এক্সট্রা কভারে ঠেলে দিয়ে এক রান নিতে গেলেন। দৌড়ে এসে ফিল্ডিং করার চেষ্টা করলেন সাকিব। বল ধরতে পারলেন না। কিন্তু পড়ে গিয়ে বাম হাতের আঙ্গুলেই দারুণ ব্যথা পেয়ে গেলেন। ফিল্ডিং করতে গিয়ে সাকিব যে পড়লেন, পড়েই থাকলেন। উঠছেন না দেখে এগিয়ে এলেন মোস্তাফিজ। অবস্থা দেখে ড্রেসিং রুমে ফিজিওর সাহায্য চাইলেন। এগিয়ে এলেন মাশরাফিসহ অন্যসব খেলোয়াড়। বেশ কিছুক্ষণ পর সাকিব ওঠে দাঁড়ালেও ফিজিওর সঙ্গে করে চলে গেলেন মাঠের বাইরে। অন্তত ব্যাটিং তো করতে পারবেন; কিন্তু টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সাকিব আল হাসানকে হাসপাতালে নেয়া হয়েছে। আঙ্গুলে চিড় ধরা পড়েছে হয়তো তার। এ কারণে ডাক্তারের শরণাপন্ন হলেন। সুতরাং, শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট করার সম্ভাবনা অনেক কমে গেলো। বল হাতে আজ সাকিব ছিলেন উইকেটশূন্য। ব্যাট হাতেও তিনি বাংলাদেশের বড় শক্তি। কিন্তু সাকিব ইনজুরিতে পড়ায় বাংলাদেশের দলের জন্য চিন্তার বিষয়।
×