ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে দন্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

প্রকাশিত: ০৭:১৫, ২৭ জানুয়ারি ২০১৮

বরিশালে দন্ডপ্রাপ্ত কয়েদির  মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মাদকদ্রব্যসহ আটক ও দন্ডপ্রাপ্তের ১০ দিনের মাথায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দন্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যুর ঘটনা ঘটেছে। শেবাচিম হাসপাতালে বৃহস্পতিবার রাতে মৃত্যু হওয়া হারুন-অর রশিদ (৬০) নগরীর গোরস্থান রোড এলাকার বাসিন্দা। জানা গেছে, সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে এক শ’ গ্রাম গাঁজা ও তার পুত্র রাকিবুল হাসান রনিকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করলেও অপর পুত্র রিয়াজুল ইসলাম রেজিন পালিয়ে যায়। আটকের পর ১০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আটককৃত রাকিবুল হাসান রনি ও তার ভাই পলাতক রিয়াজুল ইসলাম রেজিনকে আসামি করা হয়েছে। অপরদিকে হারুন-অর রশিদকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা কুলসুম মনি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোঃ মনির হোসেন জানায়, বৃহস্পতিবার সকালে হঠাত করেই হারুন-অর রশিদ অসুস্থ হয়ে পড়লে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে (হারুন) মৃত্যুবরণ করেন।
×