ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দাউদকান্দিতে প্রতিবন্ধির আত্মহত্যা

প্রকাশিত: ০৩:২৯, ২৩ জানুয়ারি ২০১৮

দাউদকান্দিতে প্রতিবন্ধির আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি ॥ শশুর বাড়ীর লোকদের নির্যাতনের বিচার না পেয়ে আত্মহত্যা করেছেন তিন সন্তানের জনক এক প্রতিবন্ধি। ৫দিন যাবৎ এলাকার মাতাব্বরদের কাছে ঘুরে কোন বিচার না পেয়ে সোমবার রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ওজারখোলা গ্রামের আব্দুল কাদির(৪২) বিষপানে আত্ম হত্যা করেন । আজ মঙ্গলবার দুপুরে দাউদকান্দি মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছেন। ঘটনার পর থেকে শ্যালকের দুই ছেলে গা-ঢাকা দিয়েছে। জানাযায়, দাউদকান্দি উপজেলার পাচগাছিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের দিদার মিয়ার একমাত্র ছেলে মানসিক প্রতিবন্ধি আব্দুল কাদির ১২বছর বয়স থেকে মামার বাড়ী ওজার খোলা গ্রামে চলে আসেন এবং স্থানীয় চক্রতলা বাজারে চায়ের দোকানে কাজ শুরু করেন। ২০ বছর বয়সে ওই গ্রামের মৃত রশিদ মিয়ার প্রতিবন্ধি মেয়ে পিয়ারা বেগমকে বিয়ে করেন। শশুর বাড়ীর পক্ষ থেকে তিন কাঠা জমির উপর বাড়ী করে দেয় তাকে । তার তিন ছেলে সাইফুল(১৭), সাকিল(৭) ও সজিব(২) নামের সবাই জন্ম থেকেই প্রতিবন্ধি। এলাকাবাসী জানান, গত ১৮ জানুয়ারী শ্যালক হোসেন মোল্লার ছেলে কামাল ও জামাল দুই ভাই মিলে প্রতিবন্ধি আব্দুল কাদিরের ঘরে এসে তাকে এবং তারে বড় ছেলেকে মারধর করে। তিন দিন যাবৎ এলাকার মাতাব্বরদের কাছে ঘুরে বিচার না পেয়ে ২২ জানুয়ারী সোমবার রাতে নিজ ঘরে বিষ পানে আত্মহত্যা করে স্থানীয় ইউপি সদস্য জাকির মেম্বার জানান, প্রতিবন্ধি আব্দুল কাদির সহজ সরল মানুষ ছিলেন। যে কোন কাজের কথা কেউ বললে কখনো না করতো না, যে যা দিত তা দিয়েই সে সংসার চালাত। হোসেন মোল্লার ছেলেরা তাকে মেরেছে এ কথা সে আমাকে জানানোর পর গতকাল(২২ জানুঃ) বৈঠক হওয়ার কথা ছিল, এলাকার এক মুড়ব্বি ইন্তেকাল করায় আর বৈঠক করতে পারিনি। আজ সকালে শুনি সে আত্ম হত্যা করেছে। দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় প্রেরণ করেছি । আর শ্যালকের ছেলেরা ৩দিন আগে মারধর করেছে বলে অনেকেই জানান। তবে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবেনা। এব্যাপারে ইউডি মামলা হয়েছে।
×