ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে বোরো ধানের বীজতলায় পচঁন রোগ

প্রকাশিত: ২২:১৮, ২৩ জানুয়ারি ২০১৮

লালমনিরহাটে বোরো ধানের বীজতলায় পচঁন রোগ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাট জেলায় শৈত্য প্রবাহ, তীব্র শীত ও ঘনকূয়াশায় বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। জেলার পাচঁ উপজেলা আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম ও সদর উপজেলায় এবারে বোরো ধানের বীজতলা তৈরী হয়েছে প্রায় ৩ হাজার ২৪৫ হেক্টর জমিতে। এই বীজতলার বপন করা চারা ধানের গাছ দিয়ে এবারের বোরো ধানের মৌসুমে প্রায় ৫১ হাজার ৯৫ হেক্টর জমিতে বোরো ধান রোপনের লক্ষ্যমাত্রা নিধারণ হয়েছে। বোরো ধানের চারা রোপনের কাজ ইতোমধ্যে কোথাও কোথাও শুরু হয়ে গেছে। কিন্তু বোরো ধানের মৌসুমের শুরুতে চারা ধানের সংকট দেখা দিয়েছে। মাঠ পর্যায়ে কৃষক আব্দুস সোবাহান (৫৫) জানান, এবারের বোরো ধানের চারা রোপন করার পর শুরু হয় তীব্র শৈত্য প্রবাহ, কনকনে ঠাণ্ডা ও ঘন কুয়াশা। যা বোরো ধানের বীজতলা বেড়ে উঠার জন্য বৈরী আবহাওয়া। ঘন কুয়াশা, শৈত্য প্রবাহ ও কনকনে ঠাণ্ডার কারণে বীজ তলায় পাতা মোড়ান, পাতা হলদে ও পুড়ে যাওয়ার মতন হয়ে পচঁন ধরে গেছে। এ ব্যাপারে কৃষি কর্মকর্তা খারুল ইসলাম মন্ডল জানান, তীব্র শীতের বীজতলা নষ্ট হয়েছে। কিন্তু বর্তমানে আবহাওয়া কিছুটা উষ্ণ হয়ে উঠেছে। এতে করে বীজতলার পচঁন রোগ দমন করা সহজ হবে। সেই সাথে নতুন করে বীজতলা বপন করা সম্ভব হবে।
×