ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:০৫, ১২ জানুয়ারি ২০১৮

নতুন গবেষণা

প্রবীণদের জন্য স্মার্ট বেল্ট প্রবীণদের জন্য তৈরি বেল্টটি সাধারণ বেল্টের মতোই কোমরে পরতে হয়। পড়ে যাওয়ার সময় ব্যবহারকারীদের রক্ষা করবে ‘হিপ এয়ার’ বা স্মার্ট বেল্ট। সেন্সরযুক্ত বেল্টটি কোন ব্যক্তি ভারসাম্য হারালে ০.২ সেকেন্ডের মধ্যেই খুলে যায়। দাম পড়বে ৮০০ ডলার। সূত্র : সায়েন্স ডেইলি হাইড্রেট স্পার্ক প্রতিদিন শরীরের গঠন ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে পানি পান করতে সহায়তা করবে ‘হাইড্রেট স্পার্ক’। এ্যাপ নিয়ন্ত্রিত স্মার্ট বোতলটি ব্যবহারকারীদের কাজের ধরন অনুয়ায়ী পানি পানের জন্য বাতি জ্বালিয়ে সতর্ক করবে। চাইলে স্মার্টফোনের সাহায্যে বোতলটির সতর্ক সঙ্কেতের সময় কমবেশিও করা যাবে। সূত্র : ডেইলি মেইল
×