ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোনাল্ডো বিদায় নিলে রিয়ালে যাবেন নেইমার

প্রকাশিত: ০৬:৪৫, ২৬ ডিসেম্বর ২০১৭

রোনাল্ডো বিদায় নিলে রিয়ালে যাবেন নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক গুঞ্জন আর সমালোচনা ছাপিয়ে বার্সিলোনা ছেড়ে গত আগস্টে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) এসেছেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার প্যারিসের পরাশক্তিদের তাঁবুতে এসেও আলো ছাড়িয়ে চলেছেন। তবে নতুন ঠিকানায় আসার পরও তাকে নিয়ে গুঞ্জন আর সমালোচনা শেষ হয়নি। এখনও সমানভাবে চাউর হচ্ছে, পিএসজি ছেড়ে চলে যেতে পারেন। সেক্ষেত্রে সম্ভাব্য দল রিয়াল মাদ্রিদ। পিএসজিতে আসার পর থেকেই এ কথাটি শোনা যাচ্ছে। বিষয়টি আরও একবার গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। শোনা যাচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছাড়ার পরই নাকি সান্টিয়াগো বার্নাব্যুতে যেতে চান নেইমার। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নেইমারের বিষয় কথা বলতে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে কথাও বলেছেন তার বাবা। গত মৌসুমে বার্সিলোনা ছেড়ে বিশ্বরেকর্ড গড়ে পিএসজি’তে যোগ দেন নেইমার। কিন্তু পিএসজিতে নিজের সময়টা ভাল কাটছে না তার। মাঠের পারফরমেন্স ভাল হলেও দৈনন্দিন জীবন নিয়ে মোটেও খুশি নন সেলেসাও সুপারস্টার। এছাড়া দলের মধ্যে সতীর্থদের সঙ্গে ঝামেলার পাশাপাশি কোচের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে একমত হতে পারছেন না বলেও গুঞ্জন আছে। এ কারণে দলের ভেতর ও বাইরের সবকিছু নিয়ে বাবার সঙ্গে খোলামেলা কথা বলেছেন নেইমার। এ কারণেই রিয়ালের প্রেসিডেন্টের সঙ্গে নেইমারের বিষয়ে ইতোমধ্যে কথাও বলেছেন তার বাবা। নেইমারের বাবা ও রিয়ালের প্রেসিডেন্টের আলোচনা শেষে ইতোমধ্যে গুঞ্জনও উঠেছে রিয়াল নেইমারকে নিতে আগ্রহ প্রকাশ করেছে।
×