ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিলাসবহুল বাড়ি

প্রকাশিত: ০৬:০৮, ২৬ ডিসেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিলাসবহুল বাড়ি

বলা হয়, এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিলাসবহুল বাড়ি। এখন পর্যন্ত মূল্য পঞ্চাশ কোটি ডলার পর্যন্ত উঠেছে। তবে বিক্রির সময় তা কত ডলারে গিয়ে ঠেকে, তা বলা মুশকিল। বাড়িটিতে একটি নাইট ক্লাব ও সৌন্দর্য চর্চার সেলুন রয়েছে। এতে মোট কুড়িটি শয়নকক্ষ আছে। সেখান থেকে লস এঞ্জেলেস ও প্রশান্ত মহাসাগরের ব্যাপক বিস্তৃত দৃশ্য দেখা যায়। দা ওয়ান নামের এই বিলাসি বাড়িটি সাবেক চলচ্চিত্র প্রযোজক নেইল নিয়ামি বানিয়েছেন। লস এঞ্জেলেসের পার্শ্ববর্তী পাহাড় সান্টা মনিকার ওপর বাড়িটির অবস্থান। এটি মালিক আগামী বছর নাগাদ বিক্রি করার চিন্তা-ভাবনা করছেন। এক লাখ বর্গফুট জুড়ে বাড়িতে কয়েকটি পার্ক রয়েছে। শয়নকক্ষের সঙ্গে সাড়ে পাঁচ হাজার বর্গ ফুটের একটি মাস্টার স্যুইট রয়েছে। সুইমিং পুলের সংখ্যা চার থেকে সাতটি। মোউট ও স্পার কথা উল্লেখ না-ই করলাম। আছে পাঁচটি এলিভেটরও। এত সুন্দর বাড়িটির বৈশিষ্ট্য লিখতে গেলে পাতার পর পাতা চলে যাবে। বাড়িটির মাস্টার স্যুইট নিউ ইয়র্ক শহরের যে কোন এ্যাপার্টমেন্টের চেয়ে বড় হবে। রান্নাঘর ও অফিস কক্ষও বানানো হয়েছে। বাড়িতে কয়েকটি ভবন রয়েছে। আর গ্যারেজে একসঙ্গে ত্রিশটি গাড়ি রাখা যাবে। এই বাড়ির আশপাশে যারা বসবাস করছেন, তারাও বিশ্ববিখ্যাত। যেমন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টান ও প্রযুক্তি গুরু এলন মাস্ক। এর আগে ২০১৪ সালে বিক্রি হওয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি বাড়িটি ছিল ১৩ কোটি ৭০ লাখ ডলার। -মেইল অনলাইন
×