ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্যামপুরে বস্ত্রকলে আগুন, ছাদ থেকে ৩০ শ্রমিক উদ্ধার

প্রকাশিত: ০৬:০৬, ২৬ ডিসেম্বর ২০১৭

শ্যামপুরে বস্ত্রকলে আগুন, ছাদ থেকে ৩০ শ্রমিক উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার শ্যামপুরে একটি বস্ত্রকলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছয়তলা ভবনের ওই কাপড়ের মিলে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কে ৩০ শ্রমিক ছাদে গিয়ে আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। এ সময় ভবনের ছাদে আটকা পড়া শ্রমিকদের অন্যভবন থেকে রশি দিয়ে নিচে নিরাপদে নিয়ে আসেন দমকল কর্মীরা। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহমুদুল হক জানান, সোমবার ভোর ৪টার দিকে শ্যামপুরের বিসিক এলাকার লাকী টেক্সটাইল কাপড়ের মিলের ছয়তলা ভবনের তৃতীয়তলায় আগুন লাগে। আশপাশের এলাকাগুলো থেকে বিভিন্ন ফায়ার স্টেশনের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নেভাতে সকাল ৯টা বেজে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার পর কারখানায় থাকা প্রায় ৩০ জন ছাদে উঠে আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত করে জানানো হবে। মাহমুদুল হক জানান, লাকী টেক্সটাইল মিলের ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলেও সরু গলি দিয়ে ঢুকে কাজ শুরু করতে তাদের বেগ পেতে হয়। কারখানায় যে লোকজন ছিল তারা আতঙ্কে ছাদে উঠে গিয়েছিলেন। কিন্তু আমাদের লোকজন মই নিয়ে ঢুকতে পারছিল না। পরে কয়েকজন ভবনের অন্য পাশ দিয়ে রশি বেয়ে উঠে আটকা পড়া লোকজনকে শান্ত করে। ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলে ওই ভবনের ছাদ থেকে ৩০ জনের বেশি মানুষকে নামিয়ে আনেন দমকল কর্মীরা। মাহমুদুল হক জানান, আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। ভেতরে ঢুকে ডাম্পিং করার পর দুপুরে পুরো ভবন থেকে আগুনের পোড়া অংশ নামিয়ে আনা হয়। পরে ভবনের লোকজনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত করে জানা যাবে।
×