ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফারমার্স ব্যাংক বন্ধ হওয়ার আশঙ্কা নেই ॥ মুহিত

প্রকাশিত: ০৫:১৫, ২২ ডিসেম্বর ২০১৭

ফারমার্স ব্যাংক বন্ধ হওয়ার আশঙ্কা  নেই ॥ মুহিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ফারমার্স ব্যাংক বন্ধ হওয়ার কোন আশঙ্কা নেই। তিনি বলেন, যারা এই ব্যাংকটি প্রতিষ্ঠিত করেছিলেন সেই উদ্যোক্তা পরিচালকরাই লুটপাট করে ব্যাংকটি শেষ করে দিয়েছেন। তবে বাংলাদেশে কোন ব্যাংকের পতন হয় না, হতে দেয়া হয় না। বৃহস্পতিবার বিকেলে সিলেটের ইসলামপুরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কর্পোরেশন (বিডিবিএল)-এর ৩৭তম শাখার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ব্যাংকে গিয়ে গ্রাহকরা আমানত পাচ্ছেন না বিষয়ক এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক বিষয়টি তদারকি করছে। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। প্রশাসক নিয়োগের বিষয়েও তারা সিদ্ধান্ত নেবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকটির পরিচালক মোস্তাক আহমদ, আবু হানিফ খান, ড.একেএম ওবায়দুর রব, এপতার হোসেন পিয়ার প্রমুখ। উল্লেখ্য, ২০১২ সালে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেয়া ফামার্স ব্যাংক কার্যক্রম শুরুর পরই অনিয়মে জড়িয়ে পড়ে। আস্থার সঙ্কট তৈরি হলে আমানতকারীদের অর্থ তোলার চাপ বাড়ে। পরিস্থিতির অবনতি হলে ব্যাংকটির চেয়ারম্যান পদ ছাড়তে বাধ্য হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতী। পরিচালক পদ থেকেও পদত্যাগ করেন তারা। এরপর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকেও অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে পরবর্তী করণীয় নিয়ে সময় নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু আমানতকারীদের মধ্যে আস্থার সঙ্কট কাটছে না। বিকেলে সিলেটের রিকাবীবাজার সড়ক উদ্বোধনকালে যানজট নিরসন, মানুষের সহজ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ভবিষ্যতে সিলেটেও উড়াল সড়ক নির্মাণের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামে উড়াল সড়কের সুফল পাওয়া গেছে। যানজট এখন আগের তুলনায় অনেকাংশে কমেছে। যানজট সহনীয় পর্যায়ে আসলে সময় সাশ্রয় হবে, দেশের অর্থনীতি গতিশীল হবে। তিনি বলেন, মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর টেকসই উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা সবাই করছে। এ ধারাবাহিকতা ২০২৪ সাল পর্যন্ত চললে খুব কম সময়ে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারব। মন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে দেশের আর্থসামাজিক অবস্থার দ্রুত পরিবর্তন আসে, মানুষের জীবন মানের উন্নয়ন ঘটে। তাই, সরকার এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর পুলিশ লাইনস পয়েন্ট থেকে মীরের ময়দান পর্যন্ত ৪ কোটি ২ লাখ টাকা ব্যয়ে ৫৫ ফুট প্রস্থ ডিভাইডার সড়ক নির্মাণ শেষে দৃষ্টিনন্দনতা যেমন বেড়েছে তেমনি সিলেট নগরীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। উদ্বোধনকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
×