ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহজালালে তিন যাত্রীর কাছ থেকে তিন কোটি টাকার সোনা জব্দ

প্রকাশিত: ০৫:৫৪, ১৯ ডিসেম্বর ২০১৭

শাহজালালে তিন যাত্রীর কাছ থেকে তিন কোটি টাকার সোনা জব্দ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে সাড়ে তিন কোটি টাকার বেশি মূল্যের প্রায় সাড়ে সাত কেজি সোনা জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। যাত্রীরা হলেন- ইব্রাহীম, মহসীন ও রোকনুজ্জামান। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন, রবিবার গভীররাতে রিজেন্ট এয়ারওয়েজের ৭৮৭ নম্বর ফ্লাইটে ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় নামেন তারা। সোনার বারগুলো যাত্রীদের বহন করা ট্রলি ব্যাগের হাতলের পাইপের ভেতর লুকিয়ে আনা হয়। এর মধ্যে ইব্রাহীমের কাছ থেকে ৩ দশমিক ৫৯ কেজি, মহসীনের কাছ থেকে ১ দশমিক ৯৯ কেজি ও রোকনুজ্জামানের কাছ থেকে ১ দশমিক ৭৯ কেজি সোনার বার পাওয়া যায়। সাত দশমিক ৩৭ কেজি ওজনের ৭৪টি সোনার বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৬৯ লাখ টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তা সাইদুল। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যাংকক থেকে কেন এ চালান আনার সম্ভাব্য কারণ সম্পর্কে একজন কাস্টমস কর্মকর্তা বলেন, এটা সন্দেহ এড়ানোর জন্যই স্মাগলাররা এ কৌশল গ্রহণ করেছে। ব্যাংকক সোনার উৎস দেশ বা সস্তা বাজার নয় বলেই অন্য কোন দেশ থেকে সোনা নিয়ে এ রুট ব্যবহার করা হয়েছে। তারা জানে, ব্যাংকক ফ্লাইটের যাত্রীদের খুব একটা সন্দেহ বা তাদের লাগেজ চেক করা হয় না। কিন্তু সোর্স যখন আগাম তথ্য ফাঁস করে দেয় তখন কোন কৌশলেই কাজ হয় না।
×