ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপিএলে আগামীতে চ্যাম্পিয়ন হবই হব’

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল

প্রকাশিত: ০৫:৪৯, ১৮ ডিসেম্বর ২০১৭

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের কন্যা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল বলেছেন, আমি কুমিল্লার গর্ব না, কুমিল্লা আমার গর্ব। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমাদের সকলের গর্ব। বিপিএলের ৯ খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতেছে এবং ৩টিতে হেরেছে। পয়েন্টে শীর্ষে থাকলেও আমরা ফাইনালে যেতে পারিনি, অনাকাক্সিক্ষত মানসিক চাপ ছিল। কাউকে দোষ দিয়ে লাভ নেই। শক্তি আর অদম্য সাহস নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। আগামীতে আমরা চ্যাম্পিয়ন হবোই হবো। রবিবার বিকালে নগরীর একটি রেস্তরাঁয় কুমিল্লা জেনিস একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাফিসা কামাল এ কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের জ্যেষ্ঠ কন্যা কাশমী কামাল, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান ফারুক রোমেন, জেনিস’র স্বত্বাধিকারী মোঃ হান্নান খান মোহন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমির হেড কোচ আতিকুর রহমান প্রমুখ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনায় এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কুমিল্লা কোটবাড়ীর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মাঠে আগামী ২৩ ডিসেম্বর জেনিস একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। এতে ৮টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে- কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টার (গ্রিন), কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টার (রেড), ক্রিকেটারস্ কুমিল্লা (গ্রিন), ক্রিকেটারস্ কুমিল্লা (রেড), স্টার ক্রিকেট একাডেমি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমি (গ্রিন), কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমি (রেড) ও আবদুর রাজ্জাক মেমোরিয়াল ক্রিকেট একাডেমি।
×