ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পনেরো দেশের ১৯ দূত আজ রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন

প্রকাশিত: ০৫:৩০, ১৭ ডিসেম্বর ২০১৭

পনেরো দেশের ১৯ দূত আজ রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন

মোয়াজ্জেমুল হক/এইচএম এরশাদ ॥ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইস্যুটি দিন দিন জটিল রূপ নিচ্ছে। প্রত্যাবাসন প্রশ্নে ইতিবাচক কোন পরিবেশ এখনও লক্ষণীয় নয়। ইতোমধ্যে দেশ-বিদেশের বহু প্রতিনিধি কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা শিবির পরিদর্শন করে গেছেন। আন্তর্জাতিক পর্যায়ে পুরো বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন। কিন্তু মিয়ানমার সরকার বিষয়টিকে ঘোলাটে করেই রেখেছে। এ অবস্থায় আজ রবিবার বাংলাদেশে কর্মরত পনেরো দেশের ১৯ দূত রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন। দেশগুলোর মধ্যে রয়েছে বসনিয়া-হার্জেগোবিনিয়া, বুলগেরিয়া, সাইপ্রাস, ইথিওপিয়া, জর্জিয়া, গ্রিস, মরিশাস, পর্তুগাল, স্লোভেনিয়া, ইউক্রেন, জাম্বিয়া, নাইজেরিয়া, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, ঘানা, নিউজিল্যান্ড, কেনিয়া ও পিজি। এর আগে শক্তিশালী বহু দেশের দূত ও প্রতিনিধিগণ সরেজমিনে রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন করে গেছেন। এদিকে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পরিস্থিতি সার্বিকভাবে সঙ্কট সৃষ্টি করছে। বিশেষ করে ত্রাণ সহায়তা ব্যবস্থা এখনও বিশ্ব খাদ্য কর্মসূচীর আওতায় আসেনি। অপরদিকে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয়সহ সুন্দর পরিবেশে রাখার ক্ষেত্রে প্রশাসন হিমশিম খেয়েই যাচ্ছে।
×