ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিলিয়ন ডলারের সমঝোতা

মুক্তি পেলেন সৌদি প্রিন্স মিতেব

প্রকাশিত: ০৪:২০, ৩০ নভেম্বর ২০১৭

মুক্তি পেলেন সৌদি প্রিন্স মিতেব

দুর্নীতির অভিযোগে আটক হওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় পর মুক্তি পেয়েছেন সৌদি প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহ। কর্তৃপক্ষের সঙ্গে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থের সমঝোতায় তাকে মুক্তি দেয়া হয় বলে জানিয়েছেন সৌদি কর্মকর্তারা। বিবিসি। প্রিন্স মিতেবকে এক সময় সৌদি সিংহাসনের অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হতো। ৪ নবেম্বরের সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে ২০০ জনেরও বেশি রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বকে আটক করা হয়েছিল। প্রিন্স মিতেব তাদের অন্যতম ছিলেন। প্রিন্স মিতেব ছাড়া আরও তিন ব্যক্তি সৌদি সরকারের সঙ্গে সমঝোতা করেছেন বলে বিবিসি জানিয়েছে। বিবিসি জানায়, আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, হ্যাঁ, প্রিন্স মিতেব মঙ্গলবার সকালে মুক্তি পেয়েছেন। আন্দামানে নৌমহড়ার সুবিধা পাচ্ছে সিঙ্গাপুর ভারত সিঙ্গাপুরকে নৌ অনুশীলন ও সরঞ্জামাদি সুবিধা দিতে যাচ্ছে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে আন্দামানে তাজা গুলি মহড়া। ভারত অবশ্য নগর রাষ্ট্রটিকে সামরিক সুবিধার যোগান দিয়ে আসছে গত ১০ বছর যাবত। ভারত সফররত সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী নগ এং হেন বুধবার সাউথ ব্লকে তার প্রতিপক্ষ নির্মলা সিতারমনের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের এক বৈঠকে মিলিত হবেন বলে কথা রয়েছে। -টাইমস অব ইন্ডিয়া
×