স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। আহতরা হচ্ছেন স্যার এএফ রহমান হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মোঃ হুমায়ুন কবির (২৩) ও ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি আনোয়ার হোসেন (২২)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ছাত্রলীগ নেতা হুমায়ুনের অবস্থা গুরুতর। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আহতদের সহপাঠীরা জানান, রবিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের টিচার্স কোয়ার্টারের সামনে দ্রুতগতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন হুমায়ুন ও আনোয়ার হোসেন।
জাতীয়
ঢাবিতে মোটরবাইক থেকে পড়ে ২ ছাত্রলীগ নেতা আহত
প্রকাশিত: ০৫:৪৯, ২৮ নভেম্বর ২০১৭
আরো পড়ুন