ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রসিক নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ ইসির

প্রকাশিত: ০৫:৪৭, ২৮ নভেম্বর ২০১৭

রসিক নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ ইসির

স্টাফ রিপোর্টর ॥ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইসি। তারা মনে করছেন সেখানে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে ২১ ডিসেম্বর নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। ডিসেম্বরের ৭ তারিখে নির্বাচনী এলাকায় পরিদর্শনে যাবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সেখানে তিনি সব প্রার্থী আইন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করবেন। পর্যায়ক্রমে অন্য কমিশনাররাও নির্বাচনী এলাকা পরিদর্শনে যাবে। এ ছাড়াও ইসির সভায় ভোটার হওয়ার যোগ্যদের ভোটার হতে উৎসাহ দিতে বছরের একদিন ‘ভোটার’ দিবস করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ইসির সভায় রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের বর্তমান পরিস্থিতি ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেছে ইসি।
×