ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৭ মার্চের ভাষণের স্বীকৃতি পাওয়ায় বিএনপি নেতাদের গাত্রদাহ ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৫:৪৭, ২৮ নভেম্বর ২০১৭

৭ মার্চের ভাষণের স্বীকৃতি পাওয়ায় বিএনপি নেতাদের গাত্রদাহ ॥ হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় বিএনপি নেতাদের গাত্রদাহ শুরু হয়েছে। এ ভাষণকে বিএনপি অস্বীকার করে বলেই জনতার উল্লাস তারা সহ্য করতে পারছে না, আবোল-তাবোল বকছে। সোমবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে এবং ভাষণের গুরুত্বকে ক্রমাগতভাবে অস্বীকার করেছে এবং ইতিহাস বিকৃতি করেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পর তার এই ভাষণ বাজানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল এবং রাষ্ট্রীয় প্রচার যন্ত্র থেকে নির্বাসিত করেছিল। তাই এই ভাষণের বিশ্ব স্বীকৃতিতে তাদের এত গাত্রদাহ। হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু এই ভাষণের মধ্যেই একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিলেন। এই ভাষণটি ছিল স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক। এই ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি দেশ জাতি ও রাষ্ট্রের অর্জন। তাই ২৫ নবেম্বর রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা করেছিল। এটি কোন রাজনৈতিক সমাবেশ ছিল না এবং এখানে কোন রাজনৈতিক নেতা বক্তব্য রাখেননি। শুধু বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মচারীরা। তিনি বলেন, এই সমাবেশকে রুহুল কবির রিজভীসহ বিএনপির অন্যান্য শীর্ষ পর্যায়ের নেতারা আহম্মকের মতো রাজনৈতিক সমাবেশ বলে মিথ্যাচার করছেন। বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন, তা নিয়েও মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন। মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, ইকোনমিক ইনডেক্স, সোশ্যাল ইনডেক্স, হেলথ ইনডেক্স, হিউম্যান ইনডেক্স, এসব নিয়ে একটু পড়াশোনা করুন। ২০১৭ সালের সঙ্গে বিগত দিনের ইনডেক্সগুলো মিলিয়ে দেখুন। ২০১৭ সালের সঙ্গে বিগত দিনের ইনডেক্সগুলো মিলিয়ে দেখুন।
×