ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদি যুবরাজকে নাবালক আখ্যা দিল ইরান

প্রকাশিত: ০৩:৩৪, ২৬ নভেম্বর ২০১৭

সৌদি যুবরাজকে নাবালক আখ্যা দিল ইরান

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘মধ্যপ্রাচ্যের হিটলার’ আখ্যা দেয়ার প্রতিক্রিয়ায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘নাবালক’ বলেছে তেহরান। খবর নিউইয়র্ক টাইমস ও বিবিসির। যুবরাজ বৃহস্পতিবার এক সাক্ষাতকারে খামেনিকে ‘নতুন হিটলার’ বলেন। তেহরানকে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে দেয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া আসে। তারা সৌদি ক্রাউন প্রিন্সের বক্তব্যকে ‘হটকারী’ আখ্যা দেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহপাত্র কাসেমি বলেন, তার আচরণ শিশুসুলভ, অবিবেচকের মতো; মন্তব্য ভিত্তিহীন। গত কয়েক বছরে এ অঞ্চলের একনায়কদের কি পরিণতি হয়েছে তাকে সে বিষয়ে চিন্তা করতে জোরাল পরামর্শ দিচ্ছি।
×