ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রকাশিত: ০৫:৪৯, ২৫ নভেম্বর ২০১৭

 বিনামূল্যে চক্ষু চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৪ নবেম্বর ॥ ড. এম.এ মুহিতের উদ্যোগে শাহজাদপুর উপজেলার জামিরতা হাইস্কুল ক্যাম্পাসে ২ হাজার চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে এ চিকিৎসা সেবার উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক উপ-প্রধানমন্ত্রী ড. এম.এ মতিনের পুত্র বিএনপি নেতা ড. এম.এ মুহিত। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, বিএনপি নেতা আল-মাহমুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ প্রামানিক, পৌর যুবদলের সাধারণ সম্পাক জাহিদুল ইসলাম প্রমুখ। আল্টিমেটাম নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ২৪ নবেম্বর ॥ অটোরিক্সা চালকদের হাতে পৌর সভার পরিচ্ছন্নকর্মী মার খাওয়ার প্রতিবাদে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার দুপুরে পৌরসভা প্রঙ্গণে এই সমাবেশ করে। উল্লেখ্য, গত বুধবার শহরের তবলছড়ি এলাকায় সিএনজি চালক জাহাঙ্গীরের সঙ্গে ময়লা সরানোকে নিয়ে পরিচ্ছন্নতাকর্মী পিণ্টু দাশের কথা কাটাকাটির একপর্যয়ে জাহাঙ্গীর তাকে মারধর করে। এই সময়ে অন্য চালকেরাও এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনার বিচারের দাবিতে পরিচ্ছন্নকর্মীরা এই ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে। তারা সমাবেশ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
×