ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে মাদক সেবনকারীর হামলায় ২ পুলিশ আহত

প্রকাশিত: ০০:১০, ২৯ অক্টোবর ২০১৭

দিনাজপুরে মাদক সেবনকারীর হামলায় ২ পুলিশ আহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বিরল উপজেলায় মাদক সেবনকারীর হামলায় পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত রাত ৯ টার দিকে উপজেলার ধামইর ইউপি’র নেহালগ্রাম (মিলপাড়া) এলাকায় ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন, মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) খন্দকার হাফিজুর রহমান ও কনেষ্টবল আলতাফুর রহমান। বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামইর ইউপি’র নেহালগ্রামে কয়েকজন মাদক সেবনকারী রিক্সা-ভ্যানের মধ্যে বসে মাদক সেবন করার সংবাদ পেয়ে মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি সাদা পোশাকধারী দল সেখানে উপস্থিত হয়। মাদক সেবনকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ মাদক সেবনকারীদের বসে থাকা রিক্সাভ্যানটি নিয়ে আসার চেষ্টা করলে, মাদক সেবনকারীরা চোর চোর বলে চিৎকার শুরু করে। স্থানীয় লোকজন তাদের চিৎকারে ছুটে এসে পুলিশের উপর চড়াও হয় এবং মারধর শুরু করে। এ সময় বাকি পুলিশ সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মাদকসেবনকারীদের কবলে পড়ে মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) খন্দকার হাফিজুর রহমান ও কনেষ্টবল আলতাফুর রহমান গুরুতর আহত হন। পরে বিরল থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় রাতেই দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের খোঁজ খবর নেন। ঘটনার পর থেকেই নেহালগ্রাম (মিলপাড়া) এলাকাটি পুরুষ শূন্য হয়ে পড়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
×