ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৫ মাঘ ১৪২৯

monarchmart
monarchmart

সিমোনা-ওজনিয়াকির সহজ জয়

প্রকাশিত: ০৫:৫১, ২৫ অক্টোবর ২০১৭

সিমোনা-ওজনিয়াকির সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সিঙ্গাপুরে বছরের শেষ টেনিস আসর মর্যাদার ডব্লিউটিএ ফাইনালসে সহজ জয় পেয়েছেন বিশ্বের এক নম্বর রোমানিয়ার সিমোনা হ্যালেপ। ফর্মের তুঙ্গে থাকা ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে সরাসরি সেটে উড়িয়ে দেন তিনি। এছাড়া বিশ্বের ৬ নম্বর ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি পেয়েছেন সহজ জয়। তিনি সরাসরি ৬-২, ৬-০ সেটে বিধ্বস্ত করেছেন ৪ নম্বরে ইউক্রেনের এলিনা সিতোলিনাকে। মঙ্গলবার রাতে প্রথম ম্যাচে হেরে যাওয়া বিশ্বের ৫ নম্বর যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস এবং বিশ্বের ৭ নম্বর লাটভিয়ার বিস্ময় তারকা জেলেনা ওস্টাপেঙ্কো মুখোমুখি হয়েছেন টিকে থাকার লড়াইয়ে। আর জয় তুলে নেয়া স্পেনের গারবিন মুগুরুজা (২) ও ক্যারোলিনা পিসকোভা (৩) অপর ম্যাচে পরস্পরের বিরুদ্ধে নেমেছেন। সর্বশেষ র‌্যাঙ্কিং অনুসারে প্রতি বছরেরই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে ডব্লিউটিএ ফাইনালসের মধ্যে দিয়ে। এবার অন্যতম সেরা সেরেনা উইলিয়ামস এ প্রতিযোগিতায় নেই। তিনি মাতৃত্বকালীন বিশ্রামের জন্য কোর্টের বাইরে আছেন। এবার তাই মর্যাদার এ শিরোপা জয়ে অন্যতম ফেবারিট রোমান তারকা সিমোনা। মাত্র কিছুদিন আগেই ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি উঠে এসেছেন এক নম্বরে। ফেবারিট তকমা নিয়ে শুরুটাও করেছেন দুর্দান্ত। একেবারে শেষ মুহূর্তে ডব্লিউটিএ ফাইনালস নিশ্চিত করা গার্সিয়া সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে আছেন। তার বিরুদ্ধে সিমোনার লড়াইটা এত সহজ হবে সেটা হয়তো কেউ ভাবতে পারেননি। কিন্তু টানা ১১ ম্যাচ জিতে আসা গার্সিয়া অবশেষে আত্মসমর্পণ করলেন একেবারেই বাজেভাবে। ৬-৪, ৬-২ সেটে গার্সিয়াকে পরাজিত করেন সিমোনা। প্রথম সেটে কিছুটা লড়াই করলেও দ্বিতীয়টিতে একেবারেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি গার্সিয়া। সিঙ্গাপুর ইনডোর স্টেডিয়ামে যে লড়াইটা হয়েছে সেটার চিত্র অবশ্য এই ফলাফলে ঠিক বোঝা যায় না। গার্সিয়া নিজের ভুলেই বারবার পয়েন্ট খুইয়েছেন। আর সে কারণেই অনেকটা সময় ধরেই লড়াই হয়েছে। সবমিলিয়ে সময় লেগেছে অবশ্য ৮৮ মিনিট। বিশ্বসেরা হিসেবে নিজের নামটা চায়না ওপেনের সেমিফাইনাল জিতেই লিপিবদ্ধ করেছিলেন সিমোনা। কিন্তু ফাইনালে হেরে গিয়েছিলেন। এক নম্বর হিসেবে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে প্রথম জয়টা পেয়ে বেশ সন্তুষ্ট এ রোমান তরুণী। তিনি বলেন, ‘আমি খুব আনন্দিত বোধ করছি। এক নম্বর হিসেবে প্রথম কোন টুর্নামেন্টে নেমে প্রথম জয় পাওয়ার কারণে দারুণ ভাল অনুভূতি হচ্ছে। এটা খুবই ভাল ব্যাপার হবে যদি বছরটা বিশ্বের এক নম্বর হিসেবে শেষ করতে পারি। কিন্তু এই মুহূর্তে অবশ্য সেটাই আমার কাছে সবচেয়ে জরুরী বিষয় নয়। এখানে যে কয়েকটি ম্যাচ খেলব শুধু সেই ম্যাচগুলো জিততে চাই।’ গার্সিয়া একেবারে শেষ মুহূর্তে জ্বলে ওঠেন। উহান এবং চায়না ওপেনের দুটি শিরোপা টানা জিতে ডব্লিউটিএ ফাইনালস খেলা নিশ্চিত করেন। নিজের অভিষেক টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এভাবে পরাজিত হয়ে বেশ হতাশ এ ফরাসী তরুণী। তিনি বলেন, ‘এই হারে আমি খুবই মর্মাহত। যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি, তবে এখুনি সব শেষ হয়ে যায়নি।’ রেড গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ওজনিয়াকি ও সিতোলিনা। এর আগে এই ইউক্রেনিয়ান তরুণীর বিরুদ্ধে তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই পরাজিত হয়েছিলেন ওজনিয়াকি। বিশেষ করে দুবাই ও টরেন্টোয় দু’টি টুর্নামেন্টের ফাইনালে হেরে যাওয়াটা খুবই তিক্ততাপূর্ণ ছিল এ ডেনিশ তারকার জন্য। অবশেষে প্রথমবার সিতোলিনাকে হারিয়ে দিলেন মাত্র ৫৯ মিনিটে। প্রতিপক্ষকে বিন্দুমাত্র মাথা তুলে দাঁড়ানোর সুযোগই দেননি ওজনিয়াকি। প্রথম সেটে দুই গেম জিতলেও, দ্বিতীয় সেটে কোন গেম জিততে ব্যর্থ হন সিতোলিনা। টানা ১০ ম্যাচ জিতলেন এর মাধ্যমে ওজনিয়াকি। জেতার পর তিনি বলেন, ‘আমি শুধু আক্রমণাত্মক থাকার চেষ্টায় ছিলাম। নিজের শটগুলো খেলতে খুবই তৎপর থাকতে চেয়েছিলাম। এর সবগুলোই আমি ভালভাবে করতে পেরেছি। আমার মনে হয় এতেই আমি তার সব প্রতিরোধ ভেঙ্গে ফেলতে পেরেছি, তার সহজাত খেলাটাকে বিনষ্ট করতে পেরেছি। হয়তো তার নিজের বিশ্বাসটাই হারিয়ে গিয়েছিল এতে।’
monarchmart
monarchmart