ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা খুন

প্রকাশিত: ০৪:২৭, ২৫ অক্টোবর ২০১৭

খুলনায় ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা খুন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর মিয়াপাড়া এলাকায় শহিদুল ইসলাম ডলার (৪৭) নামের এক বাড়িওয়ালাকে ভাড়াটিয়া বাবু বিশ্বাস পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১টার দিকে মিয়াপাড়া প্রধান সড়কের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ জানায়, বাড়িওয়ালা শহিদুল ইসলাম ডলার ভাড়াটিয়া বাবু বিশ্বাসের কাছে কয়েক মাসের ঘর ভাড়া পান। সোমবার রাতে ভাড়ার টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু বিশ্বাস উত্তেজিত হয়ে বাড়িওয়ালা ডলারকে পেটান এবং বুকে ও পিঠে গুরুতর আঘাত করেন। এতে তিনি মারা যান। খবর পেয়ে ডলারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই ঘটনার পর ভাড়াটিয়া বাবু বিশ্বাস পলাতক রয়েছেন। বাবু বিশ্বাস সেখানে একা থাকতেন এবং মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। কুলাউড়ায় স্বামীর হাতে স্ত্রী নিজস্ব সংবাদদাতা মৌলভীবাজার থেকে জানান, কুলাউড়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন স্ত্রী। এ ঘটনায় শাশুড়ি ও শালিকা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামে। পুলিশ ও স্থানীরা জানান, সোমবার রাত ১০টার দিকে নাসিমা বেগম আদমপুরের তার বাবার বাড়িতে ঘুমাচ্ছিলেন। এ সময় ঘাতক স্বামী রফিক মিয়া ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে হত্যা করে। বাধা দিতে গেলে শাশুড়ি হনুয়া বেগম ও শালিকা মলি বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় রফিক। আহতদের প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ও পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে কুলাউড়া উপজেলার বদনাবিল এলাকা থেকে ঘাতক স্বামী রফিক মিয়াকে আটক করে পুলিশ। রফিক একই ইউনিয়নের লোহাতুলি গ্রামের তাজুল মিয়ার ছেলে। সাভার ও আশুলিয়ায় ৪ মৃতদেহ উদ্ধার নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে ৪ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাভার মডেল থানাধীন লালটেক এবং আশুলিয়া থানাধীন পানধোয়া বাজার, চিত্রশাইল ও জিরানী এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, এদিন সকালে লালটেক এলাকার ওমর ফারুকের ছেলে মিনিবাসের হেলপার সাব্বির হোসেন বাবু (১৮) মৃতদেহ ঘরের ভেতর আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।অপরদিকে, প্রেমে ব্যর্থ হয়ে পানধোয়া বাজার এলাকায় নিজ বাড়িতে বিষপান করে আত্মাহত্যা করে এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান রাসেল। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।এছাড়া, চিত্রশাইল এলাকা থেকে সাইফুল ইসলাম (১৮) নামের এক যুবকের ও জিরানী এলাকা থেকে নজরুল ইসলাম নামের অপর এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। কুষ্টিয়ায় কলেজছাত্র নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, ছাত্রাবাস থেকে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাব্বির আহমেদ (১৮)। মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের হাসপাতাল মোড় আবুল বাশারের ছাত্রাবাস থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত সাব্বির কুষ্টিয়া ইসলামিয়া কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সহপাঠী ছাত্ররা জানায়, সকালে ঘুম থেকে উঠে সাব্বিরকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। মণিরামপুরে কলেজছাত্রী স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, মণিরামপুরে সোনালি আক্তার সুমি (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। সোমবার রাত দশটার দিকে ঘরের মধ্য থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন স্বজনরা। সুমি ঘরের চালার কাঠের সঙ্গে গলায় রশি জড়িয়ে আত্মহত্যা করে। সুমি মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখার ছাত্রী ছিল। সে শহরের মোহনপুর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।
×