ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে মতবিনিময়

প্রকাশিত: ০৫:৪৫, ২৪ অক্টোবর ২০১৭

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে মতবিনিময়

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসা শিক্ষা অনুষদের ছাত্র উপদেষ্টা ও শ্রেণী প্রতিনিধিদের মতবিনিময় সভা শনিবার বিশ্বদ্যিালয়ের মূল ভবনের সেমিনার হল বনানীতে অনুষ্ঠিত হয়। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ, এসপিপি, পিএসসি (অব)। বোর্ড অব ট্রাস্টিজ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর সম্মানিত সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী অনুষ্ঠানে তার ভবিষ্যত পরিকল্পনা ব্যাখ্যা করে বক্তব্য প্রদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়কে ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম অনুষ্ঠানে ছাত্রদের পরামর্শ প্রদান পদ্ধতির নানাবিধ পরিকল্পনা উপস্থাপন করেন। -বিজ্ঞপ্তি
×