ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরিকল্পিত নগরী গড়তে সহযোগিতা চাইলেন চসিক মেয়র

প্রকাশিত: ০৫:৩৭, ১২ অক্টোবর ২০১৭

পরিকল্পিত নগরী গড়তে সহযোগিতা চাইলেন চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পরিকল্পিত নগরী গড়তে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সেবা এবং নগরবাসীর অধিকার নিশ্চিত করতে বাস্তবসম্মত পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করেছি। ইতোমধ্যে কয়েকটি প্রকল্প বাস্তবায়নের অনুমোদনও মিলেছে। আরও কয়েকটি প্রকল্প অনুমোদন পর্যায়ে রয়েছে। সীমিত সামর্থ্যরে মধ্যেও পরিচ্ছন্ন ও উন্নত সেবার নগরী গড়তে পারবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট-কালুরঘাট সড়কের সংস্কারকাজ পরিদর্শনকালে চসিক মেয়র কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মেয়র বলেন, স্থানীয় সংসদ সদস্যের অনুরোধে সিটি কর্পোরেশন এ সড়কটির দায়িত্ব নিয়েছে। কাজও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে।
×