ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জানা-অজানা

প্রকাশিত: ০৪:৪১, ৭ অক্টোবর ২০১৭

জানা-অজানা

* অস্ট্রেলিয়াতে এক ধরনের কেঁচো পাওয়া যায়, যা লম্বায় ১০ ফুট পর্যন্ত হতে পারে! * তুমি কি জানো, একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন। * সুইজারল্যান্ডের মানুষরা বিশ্বে সবচেয়ে বেশি চকোলেট খায়। গড়ে প্রতিজন খায় বছরে প্রায় ১০ কেজি করে! * আফ্রিকা মহাদেশে অন্য যেকোন প্রাণীর আক্রমণের চেয়ে জলহস্তীর আক্রমণে বছরে বেশি মানুষ মারা যায়। * মানব শিশু হাঁটা শেখার পূর্বে গড়ে ১৫০ কিলোমিটারের মতো হামাগুঁড়ি দেয়। * ‘ষবাবষ’ শব্দটির অক্ষরগুলো উল্টে দিলেও তা একই থাকবে। * মানুষের পক্ষে কখনই চোখ খোলা রেখে হাঁচি দেয়া সম্ভব না। * গোল্ড ফিশ ৩ সেকেন্ডের জন্যে তার স্মৃতিশক্তি ধরে রাখতে পারে। -উম্মে হাবিবা অহনা নয়ামাটি (পাগলা) উচ্চ বিদ্যালয়, শ্রেণি-৭ম
×