ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৫:৪৫, ৬ অক্টোবর ২০১৭

নতুন গবেষণা

গাড়িতে ঘাম শনাক্তকরণ আসন! গাড়ি চালানোর সময় চালকের শরীরে ঘামের পরিমাণ শনাক্ত করতে পারে বিশেষ প্রযুক্তির আসনটি। ঘাম শনাক্তকরণ ফেব্রিকের সমন্বয়ে তৈরি আসনটি শরীরে ঘামের পরিমাণ বেশি হলে সতর্কও করতে পারে। গাড়িচালকদের শরীরের পানিশূন্যতা শনাক্তে আসনটি তৈরি করেছে গাড়ি নির্মাতা নিশান। সূত্র : ডেইলি মিরর বিদ্যুত ছাড়াই টেলিভিশন ব্যাটারি বা বিদ্যুত সংযোগ ছাড়াই টেলিভিশন দেখার মজা দেবে ‘র‌্যাড মিনি টিভি’। টেলিভিশনের আদলে তৈরি ডিভাইসটির পেছনে স্মার্টফোন প্রবেশ করালেই স্মার্টফোনে চালু থাকা ভিডিওগুলো খুদে টেলিভিশনের স্ক্রিনে দেখা যায়। ডিভাইসটির দাম পড়বে ২৭ ডলার। সূত্র : সায়েন্স ডেইলি
×