ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশু পাচার চক্রের মূল হোতা গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৯, ৬ অক্টোবর ২০১৭

শিশু পাচার চক্রের মূল হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রাজধানী ঢাকার গুলিস্তান থেকে শিশু অপহরণ ও পাচাকারি চক্রের মূল হোতা সাহাবুদ্দিন ওরফে সেলিম ওরফে সাহেদকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, মুন্সীগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন জায়গায় অভিযানের পর বুধবার রাত সাড়ে ১১টায় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পার্সপোট ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১ ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে র‌্যাব-১১ অধিনায়ক ( সিও) লে. কর্নেল কামরুল হাসান এসব তথ্য জানান। র‌্যাব ১১ সিও লে. কর্নেল কামরুল হাসান জানান, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর নারায়ণগঞ্জের বন্দর থেকে অপহরণ করা হয় আট বছরের শিশু বায়েজীদকে। পরে অপহরণকারীরা বায়েজীদের মাকে ফোন করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে শিশুটিকে মেরে ফেলারও হুমকি দেয়। পরবর্তীতে র‌্যাব চলতি বছরের ১৮ জানুয়ারি শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে জাকির হোসেন, তার স্ত্রী মর্জিনা বেগম, বানেছা, টিটু, মোহাম্মদ হোসেন সাগর, জেসমিন বেগম ও আসলাম। আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে চক্রটি ১৭ শিশুকে অপহরণ করেছে। যার মধ্যে ৯ জনকে মুক্তপণের বিনিময়ে ছেড়ে দেয়। কয়েকজনকে বিদেশে পাচার করেছে। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ বা অচেতন করার ওষুধ সেবন করার কারণে দুই শিশু মারা যায়। যাদের লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়। আসামিরা ওই সময় জিজ্ঞাসাবাদে আরও জানায় তাদের দলনেতা সাহাবুদ্দিন ওরফে সাহেদ। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আসামি সাহাবুদ্দিন স্বীকার করে, সে একজন পেশাদার শিশু অপহরণকারী।
×